সিরাজগঞ্জে ইছামতি নদীতে ব্রিজ না থাকায় দুর্ভোগ তিন উপজেলার মানুষের

Seba Hot News : সেবা হট নিউজ
0

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সংসদীয় আসন সিরাজগঞ্জ- ১ (কাজিপুর ও সিরাজগঞ্জ সদরের চার ইউনিয়ন) এর সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে ইছামতি নদীর উপর একটি ব্রিজের অভাবে দুর্ভোগ পোহাচ্ছে তিন উপজেলার কয়েক হাজার মানুষ।

People of three upazilas in Sirajganj suffer due to lack of bridge over Ichamati River
সিরাজগঞ্জের একডালায় ইছামতি নদীতে ব্রিজ না থাকায় দুর্ভোগ তিন উপজেলার মানুষের




স্বাধীনতার পর থেকে ভুক্তভোগী মানুষেরা ইছামতি নদীর উপর ওই ব্রিজটি নির্মাণের দাবী জানিয়ে আসলেও অজ্ঞাত কারণে এখনো পর্যন্ত  নির্মিত হয়নি। 

 সরেজমিন  রবিবার বিকেলে একডালা গ্রামের ইছামতির ঘাটে গিয়ে দেখা গেছে, নদীর উপর অস্থায়ীভাবে কাঠ ও বাঁশ দিয়ে একটি সাঁকো নির্মাণ করেছে এলাকার এক ব্যক্তি। তিনি টাকার বিনিময়ে মানুষজন পারাপার করেন। তবে ওই সাঁকোর উপর দিয়ে খালি রিক্সা, ভ্যান, মোটর সাইকেল পারাপার হলেও মালামাল নিয়ে ওইসব পরিবহন যেতে পারে না। 

এসময় কথা হয় ওই ঘাটের সাঁকো নির্মাতা রফিক মিয়ার সাথে। তিনি বলেন, জন্মের পর থেকে এই ঘাট দিয়ে দেখছি হাজারো মানুষ চলাচল করে। বর্ষাকালে খেয়া নৌকায় পার হতে হয়। পাশের বগুড়া জেলার ধুনট উপজেলার খাটিয়ামারী, মথুরাপুর, কাশিয়াহাটা, বিষার দিয়ার, শালুয়াবাড়ীসহ আট থেকে দশ গ্রামের মানুষও পূর্বদিকে এই ঘাট ব্যবহার করে চলাচল করে।  বিখ্যাত রতনকান্দি হাটে আসতে তাদের এই রাস্তা ব্যবহার করতে হয়। অথচ এখানে ব্রিজ নাই। তাই  অস্থায়ী একটি সাঁকো তৈরি করে মানুষের যাতায়াতে সহযোগিতা করছি। 


ঘাটের নিকটেই এক সময় বাড়ি ছিলো একডালা গ্রামের শহিদুল ইসলামের। গত কয়েক বছর পূর্বে ইছামতির ভাঙনের কবে পড়লে তিনি সেখান থেকে নদীর পশ্চিম পাড়ে গিয়ে বাড়ি করেছেন। 

এ কারণে প্রতিদিনই তাকে আট থেকে দশবার এই ঘাট ব্যবহার করে চলাচল করতে হয়। তিনি বলেন, বর্ষার সময় এবার কচুরিপানার চাপে অস্থায়ী সাঁকোটি দুইবার করে উপড়ে গেছিলো। নৌকায় পারাপারেও সময় ও শ্রম অনেক বেশি লাগে। সব মিলে এখানে একটি পাকা সেতু নির্মাণের দাবী জানাচ্ছি। 

 অশীতিপর বৃদ্ধ দবির মিয়া জানান, অনেক ঝুঁকি নিয়ে  ওই চার(সাঁকো পার হ্যা এপার আসা লাগে।। দ্যাশে এতো উন্নতি হইলো, কিন্তুক আমাগোরে এই ঘাটে একটা পাকা ব্রিজ হইলো না। মরার আগে হলেও এইহানে একটি পাকা ব্রিজ দেইখবার চাই। 
 

ধুনটের খাটিয়ামারী গ্রামের আব্দুর রহিম জানান, রতনকান্দি হাট, একডালা হাট, সিরাজগঞ্জ সদর ও কাজিপুরের সাথে যোগাযোগের জন্যে  কয়েক গ্রামের মানুষ এই ঘাট ব্যবহার করি। কিন্তু বর্ষাকালে ফসলাদি নিয়ে নদী পারাপারে অনেক ভোগান্তি পোহাতে হয়। এছাড়া অনেক দুর্ঘটনাও ঘটেছে এই ঘাটে। একটি পাকা ব্রিজ হলে আমাদের কষ্ট দূর হতো।  


একডালা গ্রামের স্থানীয় মুরব্বি পামছা শেখ এবং চাঁন মিয়া জানান, আমাদের গ্রামের প্রায় দুইশ পরিবার ইছামতি নদীর পশ্চিমের চরে স্থায়ীভাবে বসবাস করছে। সেখানে এখন স্কুল, মসজিদ, মাদ্রাসা গড়ে উঠেছে। ছাত্রছাত্রীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হয়। একটি পাকা ব্রিজ এইখানে দরকার। 


 সোমবার সিরাজগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী রেজাউর রহমান জানান, বিষয়টি আমরা জেনেছি। খুব শিঘ্রই ওইস্থানে সমীক্ষা চালানো হবে। এরপর বরাদ্দ সাপেক্ষে দ্রæততার সাথে ঢালাই ব্রিজ নির্মাণ করা হবে।


সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


জনদূর্ভোগ- নিয়ে আরও পড়ুন
রৌমারীতে রাস্তা পাঁকাকরণ না হওয়ায় দূর্ভোগে গ্রামবাসি
রৌমারীতে রাস্তা পাঁকাকরণ না হওয়ায় দূর্ভোগে গ্রামবাসি
রৌমারীতে ব্রীজের অভাবে ৭ গ্রামের ১০ হাজার মানুষের চরম দূর্ভোগ
রৌমারীতে ব্রীজের অভাবে ৭ গ্রামের ১০ হাজার মানুষের চরম দূর্ভোগ
রৌমারীতে ব্রহ্মপুত্র নদে পানি বাড়ার সাথে সাথে ব্যাপক ভাঙ্গন শুরু
রৌমারীতে ব্রহ্মপুত্র নদে পানি বাড়ার সাথে সাথে ব্যাপক ভাঙ্গন শুরু
দুধকুমার নদের ওপর সোনাহাট সড়ক সেতুর কাজ ধীরগতি
দুধকুমার নদের ওপর সোনাহাট সড়ক সেতুর কাজ ধীরগতি
রৌমারীতে ১টি ব্রীজের অভাবে ১৩ গ্রামের মানুষের চরম দূর্ভোগ
রৌমারীতে ১টি ব্রীজের অভাবে ১৩ গ্রামের মানুষের চরম দূর্ভোগ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top