শফিকুল ইসলাম: সময়সূচি অনুযায়ী অফিস চলার সময় সূচি সকাল ৯ টা থেকে বিকেল ৫ টার কথা থাকলেও রৌমারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার মো. ফারুক আহমেদ সরকারি কর্মচারি নির্দিষ্ট সময়ে অফিসে উপস্থিত হন না।
![]() |
রৌমারীতে লিফলেট বিতরণে ব্যস্ত স্টোর কিপার ফারুক আহমেদ |
তিনি অফিসকে ফাঁকি দিয়ে জাতীয়তাবাদী দল (বিএনপি’র) রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণে অংশ গ্রহণ করেন। এনিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।
এক পরিপত্রে নতুন নিয়মে জানানো হয়, সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের সকাল ৯ টায় নিজ দপ্তরে উপস্থিত হতে হবে এবং নতুন সময়ে অফিসে বিকাল ৫টা পর্যন্ত থাকতে বাধ্যতামূলক।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারি শৃঙ্খলা আইন ২০১৪-এ বলা হয়েছে, কোনো কর্মকর্তা কর্মচারি পরপর দুইদিন দেরিতে কার্যালয়ে আসলে তার এক দিনের মূল বেতন কাটা যাবে। অফিসের সময় শেষ হওয়ার আগে বের হয়ে গেলেও এক দিনের বেতন কেটে নিবে সরকার। কিন্তু আইন এর প্রয়োগ নেই। আইনটি কাগুজে আদেশে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন সচেতন মহল।
ফলে সরকারি কর্মচারি মো. ফারুক আহমেদ দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠছেন। এদিকে অফিস ফাঁকি দেওয়া কর্মচারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও সেবাপ্রত্যাশীরা।
২৫ সেপ্টেম্বর স্টোর কিপার মো. ফারুক আহমেদ অফিসে উপস্থিত না হয়ে শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দি বাজারে জাতীয়তাবাদী দল (বিএনপি) সকল অঙ্গসংগঠনের সাথে লিফলেট বিতরণ করেন।
নাম না প্রকাশ করার শর্তে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এক কর্মচারি বলেন, শুধু আজকে না প্রতিদিন এই কর্মচারি অফিস ফাঁকি দেন। এভাবে চলতেছে বহুদিন থেকে।
স্টোর কিপার মো. ফারুক আহমেদ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফাকা জায়গায় কিছু গাছ লাগানো হয়েছে। সেই গাছের খুটি দেওয়ার জন্য কিছু বাঁশ কিনার জন্য বড়াইকান্দি হাটে যাই। এসময় বিএনপির লোকজন লিফলেট বিতরণ করতেছিল এবং আমি তাদের পাশ দিয়েই যাচ্ছিলাম। কে-বা কারা আমার ছবি তুলেছে।
উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মশিউর রহমান পলাশ জানান, সে যুবদলের কমিটিতে নাই। অন্য কোন সংগঠনে আছে, কিনা জানিনা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডা. আব্দুস সামাদ বলেন, একজন সরকারি কর্মচারি কোনক্রমেই রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকতে পারে না। যদি থাকে সেটা সরকারি বিধি লংঘন করেছে। আমি উদ্ধর্তন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ^াস বলেন, সরকারি কর্মকর্তা বা কর্মচারি কোন রাজনৈতিক দল করতে পারিবে না। এবিষয়ে খোজখবর নিয়ে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রৌমারী নিয়ে আরও পড়ুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।