শফিকুল ইসলাম: শত্রুতা করে ফলজ ও বনজ গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সরেজমিন পরিদর্শন করে এ তথ্য জানা গেছে।
![]() |
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাছের সাথে শত্রুতা |
এনিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা থানা পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার কুড়িগ্রামের রৌমারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে।
দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিত্যক্ত জায়গায় স্থানীয় যুবকরা খেলাধুলা করতো। অপর দিকে ওই মাঠে কোন ফসলাদি না থাকায় গরু চড়ানো হতো। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক চিঠিতে ফলজ ও বনজ চারা লাগানো নির্দেশনা দেন। তার প্রেক্ষিতে গত মাসে শতাধীক মেহগণি ও আম সহ বিভিন্ন ফলজ চারা লাগানো হয়।
আরও পড়ুন:
এসময় স্থানীয় কিছু যুবক ওই চারাগুলো লাগানো বাধা সৃষ্টি করে। সর্বশেষ বৃহস্পতিবার রাতের অন্ধকারে গাছ বাগানে প্রবেশ করে বিভিন্ন প্রজাতির প্রায় অর্ধশতাধীক ফলজ ও বনজ গাছ কেটে পাশের পুকুরে ফেলে দেয় দুর্বত্তরা। এতে আনুমানিক অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার মো. ফারুক আহমেদ বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী এই গাছগুলো লাগানো হয়েছে। শুক্রবার সকালে বাগানে এসে দেখি প্রায় ৫০ টার মতো গাছ কেটে ফেলেছে। স্যার এলাকায় না থাকায় বিষয়টি স্যারকে জাননো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আব্দুস সামাদ জানান, পরিবেশ ও মানুষের কল্যাণে রোপনকৃত গাছগুলো কেটে ফেলা অত্যান্ত দুঃখজনক। তাই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশকে জানানো হয়েছে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক বলেন, বিষয়টি স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা জানিয়েছে এবং গুরত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
রৌমারী নিয়ে আরও পড়ুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।