আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক তার পদে কর্মরত থাকা অবস্থায় একই পদে শিক্ষা মন্ত্রাণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহরের দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
![]() |
মাউশির ডিজি কর্মরত থাকা অবস্থায় ডিজি নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবীতে জামালপুরে মানববন্ধন |
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গনে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সাবেক আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস, ইসলামী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আল আমিন রুহানি, আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ, শিক্ষার্থী আখিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, ড. আজাদ খান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে কর্মরত থাকা অবস্থায় ওই পদে শিক্ষা মন্ত্রাণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির আহ্বান করা তার জন্য অসম্মানজনক ও অবমাননাকর।
ড. আজাদ খান মহাপরিচালকের পদে থাকায় আওয়ামী লীগের দোসররা তাদের অপকর্ম পরিচালনা করতে পারছে না।
এজন্য ড. আজাদ খানের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছে। অবিলম্বে শিক্ষা মন্ত্রাণালয় কর্তৃক উক্ত পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবি জানান বক্তারা।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে কাজ করতে আগ্রহীদের জীবনবৃত্তান্তসহ আবেদন করার অনুরোধ জানিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। পরের দিন ৭ অক্টোবর মাউশির মহাপরিচালক পদ থকে পদত্যাগ করেন ড. আজাদ খান।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
জামালপুর- নিয়ে আরও পড়ুন

ইসলামপুর উন্নয়ন কমিটির অর্থায়নে আঞ্জুমান বেগমের অপারেশন সম্পন্ন

বকশীগঞ্জে পুলিশের ওপর হামলা করে মাদক ব্যবসায়ীকে ছিনতাই, দুই পুলিশ আহত, আটক-৪

ইসলামপুরে নদী ভাঙ্গনের হুমকিতে পৌর শহর

বকশীগঞ্জে আম গাছের ডাল কাটতে গিয়ে যুবকের মৃত্যু

ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটির কার্যালয়ে লুটপাটের অভিযোগ
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।