রৌমারীতে জমি দখল করার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

Seba Hot News : সেবা হট নিউজ
0

শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারীতে জমি দখলের অভিযোগ উঠেছে যাদুরচর ইউনিয়ন যুবদলের যুগ্ন আহŸায়ক মো. শাহ জালাল সোহান এর বিরুদ্ধে ।

Youth League leader accused of land grabbing in Roumari




সোমবার (২১ অক্টোবর) দুপুরের দিকে যাদুর চর ইউনিয়নের কোমরভাঙ্গী গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় ও ভুক্তভোগীদের বরাতে জানা যায়, রৌমারী উপজেলার কোমরভাঙ্গি শাহিদা মোড় গ্রামের চাঁন মিয়া আট শতক জমি ক্রয় সূত্রে প্রায় ৩০ বছর ধরে ভোগদখল করে আসছেন। 

দিয়ারা রেকর্ড অনুযায়ী তার নামে জমি রয়েছে নয় শতক। ওই জমিতে পূর্ব মালিক আব্দুল কাদের এর এক শতক জমি রয়েছে। জায়গাটি পরিত্যক্ত থাকায় যাদুরচর ইউনিয়ন কৃষকদলের সাধারন সম্পাদক বাবু মিয়া বিএনপির অফিস করবে বলে জায়গাটি দখলের চেষ্টা করে, কিন্তু রেকর্ড মুলে দাবি করে চাঁন মিয়া বাদা দেয়। পরে চাঁন মিয়ার পক্ষ নিয়ে যুবদলের যুগ্ন আহŸায়ক মো. শাহ জামাল সোহানের নেতৃত্বে তার দলবল নিয়ে জায়গাটি দখলে নিয়ে বেড়া দিতে ছিলেন। এতে জমির পূর্ব মালিক কাদের বাধা দিলে বাকবিতন্ডতার একপর্যায়ে দেশিয় ধারালো অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে তাদের ওপর হামলা করে।

 এ খবর ছড়িয়ে পড়লে যাদুর চর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো. বাবু মিয়া দলীয় ও স্থানীয় কিছু লোকজন লাঠিসোঠা নিয়ে যুবদল নেতাদের ওপর হামলা করে এবং চতুর দিকে ঘিরে ফেলে এবং মারপিট শুরু করেন। অবস্থা বেগতিক দেখে যুবদলের কিছু কর্মী পালিয়ে গেলেও অন্যরা আটকা পড়ে।

 সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি শান্ত করেন। এসময় একটি মোটর সাইকেল ও আসাদ নামের এক কর্মীকে উদ্ধার করে রৌমারী থানায় নিয়ে আসে। এর আগে বাবু মিয়া একই জায়গা জোরপূর্বক দখলে নিয়ে বিএনপি’র কার্যালয় নির্মাণ কাজ শুরু করেন। পরে স্থানীয়দের তোপের মুখে ঘরের নির্মাণ কাজ ছেড়ে দেয়। কৃষকদল ও যুবদলের এসব কর্মকান্ড দেখে স্থানীয়রা আত্মংকে রয়েছেন।  

উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মশিউর রহমান পলাশ জমি দখলে নেওয়ার চেষ্টার কথা স্বীকার করে বলেন, ঘটনাটি আমি শোনেছি। এরকম যদি হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। 

কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতি রায়হান কবীর বলেন, ‘বিষয়টি জেনেছি, দলের সাথে সম্পৃক্ত থেকে কোন অন্যায় কাজ করলে কঠোরভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। 

রৌমারী থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আব্দুস সামাদ নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।


সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


জমি দখল- নিয়ে আরও পড়ুন
উল্লাপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
উল্লাপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
আবুল কালাম আজাদের বিরুদ্ধে জমি দখল ও লুটপাটের মামলা
আবুল কালাম আজাদের বিরুদ্ধে জমি দখল ও লুটপাটের মামলা
মেলান্দহে জমি দখলের জের: মাদ্রাসা বন্ধ : ৪ জনকে গ্রাম ছাড়া
মেলান্দহে জমি দখলের জের: মাদ্রাসা বন্ধ : ৪ জনকে গ্রাম ছাড়া
জামালপুরে জাল দলিল ও ভূয়া খারিজ করে জমি দখল
জামালপুরে জাল দলিল ও ভূয়া খারিজ করে জমি দখল
বকশীগঞ্জে জমি দখল-প্রাণ নাশের হুমকি
বকশীগঞ্জে জমি দখল-প্রাণ নাশের হুমকি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top