জামালপুর সংবাদদাতা: খ্যতিমান ছড়াকার-সাংবাদিক আশরাফুল মান্নানের দাফন মান্নানের দাফন ১৪ নভেম্বর বিকেল ৩টায় গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে।
![]() |
| ছড়াকার আশরাফুল মান্নানের দাফন সম্পন্ন |
তিনি ১৩ নভেম্বর রাত ৯টার দিকে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৬ বছর।
১৪ নভেম্বর সকালে মরহুমের প্রথম নামাজে জানাজা ঢাকার মেরুল বাড্ডায় এবং জামালপুরের মেলান্দহে বিকেল ৩টায় দ্বিতীয় জানাজা শেষে মরহুমের শিকড় নিবাস ফুলকোচা পন্ডিত বাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মুত্যুকালে তিনি স্ত্রী ডা. মরিয়ম এবং তিন সন্তান ছড়া-ছন্দা-মাত্রাসহ নাতি-নাতনী-অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তিনি বাংলাদেশ বেতার-বিটিভির গীতিকার, নাটক রচয়িতাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচালিত আনছার-ভিডিপি’র মুখপত্র মাসিক প্রতিরোধ এবং স্কাউটস মুখপত্র মাসিক অগ্রদূতের সম্পাদক ছিলেন। তিনি বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম, জামালপুর ও মেলান্দহ সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা।
আশরাফুল মান্নান বহু গ্রন্থের মধ্যে উল্টা-পাল্টা ছড়া, জনতার ছড়া, গাঁয়ের কাছে মায়ের কাছে, লাল মোরগের ডাক, শিকড়, ডাকছে আমার শৈশব, শিশুদের দিনকাল, নীতি ও দুর্নীতির ছড়ার গ্রন্থগুলো পাঠক প্রিয়তা এবং খ্যতি অর্জন করেছে।
তিনি মেলান্দহ সরকারি কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষার্থী হিসেবে জিএস এবং ভিপি নির্বাচিত হন। আশরাফুল মান্নানের মৃত্যুতে সূধি মহলসহ লেখক-কবি-সাংবাদিক-সাহিত্যিক-সাংস্কৃতিক কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
আশরাফুল মান্নানের গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজাকালে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা, শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা এবং জীবন-কর্মের উপর আলোচনা করেন-কবি সংঘ পরিষদের সভাপতি ও জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)র সদস্য ড. আব্দুল আলীম তালুকদার, ফুলকোচা হাই স্কুলের প্রধান শিক্ষক সোলায়মান, আশরাফুল মান্নানের প্রথম শিক্ষক গিয়াস উদ্দিন, এড. খায়রুল ইসলাম চেয়ারম্যান, উপজেলা বিএনপির’ সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির, ফুলকোচা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোখলেসুর রহমান মামুন, প্রেস ক্লাব জামালপুরের সহসভাপতি-মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, শেরপুর প্রেস ক্লাবের প্রতিনিধি মুগনিউর রহমান মনি, জামালপুর জেলা প্রেস ক্লাবের সহসভাপতি-মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহ জামাল, মেলান্দহ বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, আশরাফুল মান্নানের শ্যালক হারুন অর রশিদ, জামতা মামুন, ভাই সামিউল ইসলাম, বাল্যবন্ধু মুক্তিযোদ্ধা আবুল হোসেন, স্বরকলার সভাপতি কবি শেখ ফজল, সাধারণ সম্পাদক জাকিরুল হক মিন্টু, সরিষাবাড়ি কবি-সাংবাদিকের প্রতিনিধি কামাল হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিনিধি ও প্রতিভাস সম্পাদক ফারুক আহমেদসহ আরো অনেকেই।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
মেলান্দহ- নিয়ে আরও পড়ুন

মেলান্দহ যুবদল কর্মীকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

ঘাস মারা বিষের ঝুঁকিতে স্বাস্থ্য-প্রকৃতি-পরিবেশ-জলজ প্রাণি-বন্ধু পোকা

মৎস্য সম্পদ ও আইন রক্ষায় কর্মশালা

মেলান্দহে বিএনপি’র হামলায় জামায়াত নেতা আহত

মেলান্দহে মাল্টি স্টেকহোল্ডার সভা


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।