সেবা ডেস্ক: শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে তিন বাহিনীর প্রধানেরা আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেছেন।
![]()  | 
| নির্বাচনী প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ | 
বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন। 
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও উপস্থিত ছিলেন। 
প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর হয়, সে লক্ষ্যে আন্তর্বতীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। 
তিনি আরও বলেন, গত এক বছরে সব বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পরিশ্রম করেছেন, তাই তাদের প্রয়াসের জন্য তিনি সাধুবাদ জানিয়েছেন। 
বৈঠকে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয় যে, আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ৯০ হাজার, নৌবাহিনী আড়াই হাজারেরও বেশি এবং বিমানবাহিনী দেড় হাজার সদস্য মোতায়েন রাখবে। প্রতিটি উপজেলায় এক কোম্পানি সেনা মোতায়েন থাকবে। 
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
জাতীয়- নিয়ে আরও পড়ুন

শেষ হলো আন্তর্জাতিক পর্যটন মেলা-২০২৫

গভীর শ্রদ্ধায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমানের ৫৪তম শাহাদাত বার্ষিকী

সেনাবাহিনী আইনশৃঙ্খলা বাহিনীর অংশ হচ্ছে? বিশেষজ্ঞদের আশঙ্কা “অদৃশ্য বিপদ” নিয়ে!

৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে শাহজালাল বিমানবন্দরের আগুন, ফ্লাইট চলাচল স্বাভাবিক

শাহজালাল বিমানবন্দরের কার্গো এরিয়ায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে বিমান বাহিনীর সক্রিয় অংশগ্রহণ


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।