জামালপুর সংবাদদাতা: জামালপুরের -২ ইসলামপুরে আসনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিএনপির চেয়ারপার্সনের উপদেস্ট এএসএম আব্দুল হালিমকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
![]() |
| ইসলামপুরে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চুড়ান্ত মনোনয়নের দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত |
শনিবার বিকালে উপজেলার বেলগাছা ইউনিয়ন বিএনপির আয়োজনে জারুলতলা বাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ করে মনোনীত বঞ্চিত এএসএম আব্দুল হালিমের সমর্থকরা।
উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আঃ রৌফ দানুর সভাপতিত্বে এতে উপজেলা বিএনপির সহ সভাপতি জয়নাল আবেদীন সরকার, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক, পৌর যুবদলের যগ্ম আহবায়ক মনির খান লোহানী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা সাবেক এমপি সুলতান মাহমুদ বাবুর মনোনয়ন বাতিল করে সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ এস এম আব্দুল হালিমকে মনোনয়ন প্রদানের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারি দেন। এর আগে গত ১৯ নভেম্বর সড়কে টায়ার জ্বালিয়ে ও কাফনের কাপড় পড়ে বিক্ষোভ ও অনশন করেন তারা।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
ইসলামপুর- নিয়ে আরও পড়ুন

ইসলামপুরে পোল্ট্রি খামারীদের লোকসানের ধাক্কা ঝুঁকছেন অন্য পেশায়!

ইসলামপুরে বিএনপি মনোনীত প্রার্থীর প্রচার মিছিল ও সমাবেশ

সর্বাত্মক শাটডাউনের প্রতিবাদে ইসলামপুর বিএনপির বিক্ষোভ মিছিল

ইসলামপুরে বিএনপি প্রার্থীর ‘বিকৃত সাক্ষাৎকার’ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ইসলামপুরে বিএনপি দলীয় প্রার্থী পরিবর্তনের দাবীতে সড়ক অবরোধ


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।