জামালপুর সংবাদদাতা: জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় সমবায় সমিতির আমানত ফেরতের দাবিতে উপজেলা পরিষদ ঘেরাও করেছে এলাকাবাসি।
![]() |
| মাদারগঞ্জে সমবায় সমিতির আমানত ফেরতের দাবিতে উপজেলা পরিষদ ঘেরাও |
১১ নভেম্বর প্রতারিত গ্রাহকরা এই কর্মসূচি পালনকালে দাপ্তরিক কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছিল। সমবায় সমিতির আমানত উদ্ধার কমিটি এই কর্মসূচির ডাক দেয়।
এই কমিটির মুখপাত্র শিবলুল বারী রাজু চেয়ারম্যান জানান-সমবায় সমিতি উচ্চহারে লভ্যাংশ দেয়ার প্রতিশ্রুতিতে শত শত লোকের কাছ থেকে আমানত নেয়।
প্রথমে কয়েকজনকে লভ্যাংশ দিয়ে গ্রাহকদের মাঝে বিশ্বাস অর্জন করে। এরপর কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া হয় । উপজেলা সদরসহ বিভিন্ন গ্রামে গঞ্জে ২৩টি সমবায় সমিতির মাধ্যমে এই অর্থ হাতিয়ে নেয়। সমিতিগুলো হছ্ছে আল আকাবা, শতদল, স্বদেশ, হলিটার্গেট, নবদীপ, রংধনু এমন নামে ২০টিরও বেশি সমিতি। সমিতির মধ্যে আল আকাবাসহ বেশ ক’টি জামাত সমর্থিত।
আরও দেখুন:
এ নিয়ে প্রশাসনের সাথে দফায় দফায় দেনদরবার হয়। একপর্যায়ে প্রথমে জামাতের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে অভিযোগ অস্বীকার করা হয়।
উচ্চ পর্যায়ের তদন্তকালে জামাতের লোকের সম্পৃক্ততার বিষয়টি স্পষ্ট হয়। এতেই শেষনয়, অভিযুক্ত জামাত সমর্থিত সমিতির লোকজন আত্মগোপনে চলে যায়।
এদের অনেকেই আইনশৃঙ্কলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়। প্রশাসনের সর্বোচ্চ সতর্কতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রকালে অভিযুক্ত সমিতির সম্পদ জব্দ পুর্বক গ্রাহকের টাকা ফিরিয়ে দেয়ার আশ্বাস দেয়া হয়।
ইতোমধ্যেই কিছু অর্থ প্রশাসনের হস্তগত হলেও, বাকি গ্রাহকের টাকা উদ্ধারে কাঙ্খিত তৎপরতা না পেয়ে, বিক্ষুব্দ গ্রাহকদের মাঝে উষ্মা ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, আল আকাবাসহ সমিতির গ্রাহকদের আমানতের টাকা ফেরতে কোন ধরণের গোলযোগ হলে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরণের প্রভাব ফেলতে পারে বলে সচেতন মহল মনে করছেন।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
মাদারগঞ্জ- নিয়ে আরও পড়ুন

মাদারগঞ্জে কৃষকের গোয়াল ঘরে আগুন, অগ্নিদগ্ধ গরু, ছাগলের মৃত্যু

মাদারগঞ্জে চরাঞ্চল মানুষের জীবন মানোন্নয়নে সূধি সমাবেশ

জামালপুরে দৈনিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব

অবশেষে সেই মেয়েকে স্বজনের কাছে হস্তান্তর

মাদারগঞ্জে জামায়াত নেতাসহ দুইজনকে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ



খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।