জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহ উপজেলায় জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকার পুনঃপ্রকাশের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
![]() |
| মেলান্দহ ‘আমার দেশ’ পত্রিকার পুনঃপ্রকাশের প্রথম বর্ষপূর্তি উদযাপন |
আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক আমার দেশ পত্রিকার মেলান্দহ প্রতিনিধি আবিদ মাহমুদ রহমতুল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি, মানবাধিকার কর্মী ও দৈনিক ইত্তেফাক-এর সংবাদদাতা মো. শাহজামাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক ও গবেষণা সেলের পরিচালক ড. মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ উমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মহন তালুকদার, পল্লী কণ্ঠ প্রতিদিন-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও আমার দেশ পত্রিকার সাবেক বিশেষ প্রতিনিধি জিয়াউর রাফি এবং প্রবীণ সাংবাদিক আলমগীর আহমেদ শাহজাহান, জাহানারা লতিফ কলেজের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম ও জিয়াউল হক, হাজরাবাড়ী সিরাজুল হক কলেজের ওয়ালীউল্লাহ, মেলান্দহ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউল করিম, বিএনপি নেতা আলী আকবর কমিশনার, মেলান্দহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ডা. আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক সেলিম রাজা, উপজেলা স্কাউটের সহকারী কমিশনার মোরশেদুল আলম, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মেরাজুল ইসলাম মেরাজ, মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকিব আল হাসান নাহিদ, ‘আদর্শ মানবতা সমাজ গঠনে আমরা’-মেলান্দহ উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, কবি আরিফুল ইসলাম লাভলু, আমার দেশ পত্রিকার পাঠক ড. আমেজ উদ্দিন, নূরনবী, ঠিকাদার সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক পাশা খান, সিপিবি সেক্রেটারি বকুল নাহা, জামালপুরের খবর-এর নির্বাহী সম্পাদক মুসা বিন নুর, সংবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার মিলন প্রমুখ #
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
মেলান্দহ- নিয়ে আরও পড়ুন

মেলান্দহে বিজয়ের প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক আলোচনা

মেলান্দহে প্রতিবন্ধী নারীর মৃতদেহ উদ্ধার

মেলান্দহে বিজয় দিবস পালিত

মেলান্দহে শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত

মেলান্দহে শিক্ষক আন্দোলন শুরু


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।