আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে নারীদের উন্নয়নে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
![]() |
| জামালপুরে নারীদের উন্নয়নে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভা |
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে শহরের জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে এই আলোচনা সভার আয়োজন করেন জেলা বিএনপির সহ সভাপতি শামিম আহম্মেদ।
আলোচনা সভায় জেলা বিএনপির সহ সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বাবু বিষ্ণ চন্দ্র মন্ডল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রানা ম্যানশন, মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহব্বত হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যে অন্যতম নারীদের স্বাবলম্বী করা। বিএনপি সরকার গঠন করলে প্রতিটি পরিবারের নারী সদস্যদের ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রদানসহ নারীর ক্ষমতায়ন ও নারীদের স্বাবলম্বী করার পরিকল্পনা রয়েছে।
পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা, নারীদের আত্মকর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও দারিদ্র বিমোচন করা হবে। পাশাপাশি নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান বক্তারা। আলোচনা সভায় নারী প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
জামালপুর- নিয়ে আরও পড়ুন

মেলান্দহে বিজয়ের প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক আলোচনা

বকশীগঞ্জে নাশকতা মামলায় আওয়ামী লীগের দুই নেতা আটক

বকশীগঞ্জে মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মেলান্দহে প্রতিবন্ধী নারীর মৃতদেহ উদ্ধার

বাংলাদেশের অনেক বিজয় মঞ্চে স্বাধীনতা বিরোধী দালালরা বসে আছে


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।