জামালপুরে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার হেলালুর রহমান হেলাল গ্রেফতার

Seba Hot News : সেবা হট নিউজ
0

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি : জামালপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও মাদারগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হেলালুর রহমান হেলালকে গ্রেফতার করা হয়েছে।

Independent candidate Engineer Helalur Rahman Helal arrested in Jamalpur
জামালপুরে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার হেলালুর রহমান হেলাল গ্রেফতার 



মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে জামালপুর পৌর শহরের মৃধাপাড়া এলাকা থেকে আটকের পর বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়। রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা গোয়েন্দা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।      

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময় বিগত ২০২৪ সালে মাদারগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করে নির্বাচিত হন ইঞ্জিনিয়ার হেলালুর রহমান হেলাল। গণঅভ্যূত্থানের পর বর্তমান অন্তবর্তী সরকার ওই বছরের ১৯ আগষ্ট তাকে অপসারণ করে।

 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ইঞ্জিনিয়ার হেলালুর রহমান হেলাল নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা করেন এবং আজ মঙ্গলবার জেলা নির্বাচন অফিস থেকে তিনি মনোনয়নপত্রও ক্রয় করেন। তার প্রার্থী হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার হয়। ইঞ্জিনিয়ার হেলালুর রহমান হেলাল জামালপুর পৌর শহরের মৃধাপাড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ-১ এর একটি দল তাকে গ্রেফতার করে।  

রাতে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ-১ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ডিবি) আব্দুল কাইয়ুম জানান, চলমান ডেভিল হান্ট-২ অভিযান পরিচালনা করে জামালপুর পৌর শহরের মৃধাপাড়া এলাকা থেকে মাদারগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার হেলালুর রহমান হেলালকে গ্রেফতার করা হয়েছে। পরে বিস্ফোরক মামলায় তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। ইঞ্জিনিয়ার হেলালুর রহমান হেলাল মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কিনা জানাতে চাইলে তিনি জানান, সংশ্লিষ্ট মাদারগঞ্জ থানায় খোজ নিলে জানতে পারবেন।  

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকের আহমেদ জানান, আওয়ামী লীগ নেতাদের সাথে ইঞ্জিনিয়ার হেলালুর রহমান হেলালের ছবি রয়েছে। তবে তিনি উপদেষ্টা কিনা জানা নেই।

তবে, নাম প্রকাশে অনিচ্ছুক মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, ইঞ্জিনিয়ার হেলালুর রহমান হেলাল আওয়ামী লীগের কোন নেতা বা কর্মী নন। তিনি মাদারগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের বিরুদ্ধে নির্বাচন করে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন।


সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


জামালপুর- নিয়ে আরও পড়ুন
জামালপুরে নারীর নিরাপত্তা ও অধিকার: আইন, সমাজ ও করণীয় শীর্ষক সেমিনার
জামালপুরে নারীর নিরাপত্তা ও অধিকার: আইন, সমাজ ও করণীয় শীর্ষক সেমিনার
মেলান্দহে ‘আমার দেশ’ পত্রিকার পুনঃপ্রকাশের প্রথম বর্ষপূর্তি উদযাপন
মেলান্দহে ‘আমার দেশ’ পত্রিকার পুনঃপ্রকাশের প্রথম বর্ষপূর্তি উদযাপন
ইসলাম শাহ উরফে পাগলা বাবার ৭ দিনব্যাপী উরস মোবারক উদ্বোধন
ইসলাম শাহ উরফে পাগলা বাবার ৭ দিনব্যাপী উরস মোবারক উদ্বোধন
“শিবির থেকে যারা ছাত্রলীগকে ধারণ করেছিলো তারা আদর্শের কথা বলতে পারে না”
“শিবির থেকে যারা ছাত্রলীগকে ধারণ করেছিলো তারা আদর্শের কথা বলতে পারে না”
ইসলামপুরে রুপক শেখ স্মৃতি আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
ইসলামপুরে রুপক শেখ স্মৃতি আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top