প্রেসক্লাবে প্রবেশ করে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

Seba Hot News : সেবা হট নিউজ
0

শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারীতে দূর্নীতি অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে দুর্নীতির কথা বলায় বাংলাদেশ প্রেসক্লাব রৌমারী শাখায় ঢুকে সদস্য ও দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুল কাইয়ুমকে অকথ্য ভাষায় গালিগালাজ, প্রাণনাশের হুমকি ও এলাকা ছাড়ার হুমকি দিয়েছেন উপজেলা বিএনপির কয়েকজন নেতাকর্মী।

Journalist receives death threat after entering press club
প্রেসক্লাবে প্রবেশ করে সাংবাদিককে প্রাণনাশের হুমকি




এ ঘটনায় সাংবাদিকসহ সুধিমহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

সোমবার (৮ ডিসেম্বর) বিকাল ৩ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই সদস্য আব্দুল কাইয়ুম। রৌমারী থানার ভারপ্রাপ্ত ওসি ও এসআই শাহনেওয়াজ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার ৩ টার দিকে প্রেসক্লাবে বসে ল্যাপটপে নিউজ ড্রাফট করছিল ওই সাংবাদিক আব্দুল কাইয়ুম। ওই সময় উপজেলা বিএনপির সদস্য শাহাজালাল রানা, উপজেলা ছাত্র দলের যুগ্ন আহŸায়ক শামীম আহমেদ সহ প্রায় ৭/৮ জনের একটি দল প্রেসক্লাবে ঢুকে তাকে গালিগালাজ, প্রাণনাশের হুমকি ও রৌমারী ছাড়ার হুমকি দেয়। 

উল্লেখ্য যে, গত ৮ ডিসেম্বর সোমবার বেলা ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিনের সভাপতিত্বে ১৪ ও ১৬ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবসের প্রস্তুতি সভা শেষে খাদ্যগুদামে লটারির মাধ্যমে আমন ধান ক্রয় সংক্রান্ত বিষয়ে আলোচনা হলে, সিন্ডিকেটের মাধ্যমে ধান ক্রয় ও অধিকাংশ চাতাল বন্ধ থাকাসহ নানা অনিয়ম নিয়ে কথা বলেন সাংবাদিকরা। 

এরই সূত্র ধরে সিন্ডিকেট ব্যবসায়ী নেতাকর্মীরা প্রেসক্লাবে ঢুকে ন্যাক্কারজনক ঘটনা ঘটায়। পরে বাবু নামের এক ব্যক্তি তাদেরকে ক্লাব থেকে সরিয়ে নিয়ে যায়। বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিককে প্রাণনাশের ও সাংবাদিকতা বাদ দিয়ে এলাকা ছাড়ার হুমকি দেন। তাদের হুমকির কারনে বর্তমানে ওই সাংবাদিকসহ সকলেই নিরাপত্তাহীনতায় রয়েছে। আইনগত নিরাপত্তা চেয়ে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক আরো কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, তারা প্রেসক্লাবে ঢুকে যে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, এটা জঘন্যতম একটি ঘটনা ঘটিয়েছে। এদের শাস্তি হওয়ার প্রয়োজন। 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রঞ্জু বলেন, প্রেসক্লাবে গিয়ে সাংবাদিককে গালিগালাজ করা নেক্কার জনক ঘটনা ঘটিয়েছে, এটা ঠিক করেনি। তবে আমি তাদেরকে শ^াষিয়েছি । সাংবাদিক সবাই আমাদেরই লোকজন। তবে বিষয়টি বসে নিরসন করা হবে। 

সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার প্রশ্নে উপজেলা বিএনপির এই নেতা শাহজালাল রানা বলেন, সেখানে এতো কিছু হয়নি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের সাথে কথা হয়েছে। বিষয়টি নিয়ে সু-সম্পর্ক গড়ার জন্য বসা হবে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত ওসি এসআই শাহনেওয়াজ বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


রৌমারী- নিয়ে আরও পড়ুন
পরীক্ষা বন্ধ করে গেটে তালা দেওয়ায় অভিভাবকরা হতাশায়
পরীক্ষা বন্ধ করে গেটে তালা দেওয়ায় অভিভাবকরা হতাশায়
বীর প্রতীক তারামন বিবির সপ্তম মৃত্যু বার্ষিকী
বীর প্রতীক তারামন বিবির সপ্তম মৃত্যু বার্ষিকী
রৌমারীতে ৩ দফা দাবীতে সহকারী শিক্ষকদের কর্মবিরতি
রৌমারীতে ৩ দফা দাবীতে সহকারী শিক্ষকদের কর্মবিরতি
সহকারী শিক্ষকদের ৩ দফা দাবিতে রৌমারীতে পূর্ণদিবস কর্মবিরতি পালন
সহকারী শিক্ষকদের ৩ দফা দাবিতে রৌমারীতে পূর্ণদিবস কর্মবিরতি পালন
রৌমারীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
রৌমারীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top