জামালপুরে নির্বাচনী প্রচারণা শুরু

Seba Hot News : সেবা হট নিউজ
0

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা প্রচার-প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারী) সকাল থেকে প্রার্থীরা প্রচারণা শুরু করেন।

Election campaign begins in Jamalpur
জামালপুরে নির্বাচনী প্রচারণা শুরু




সকালে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন জামালপুর-৫ সদর আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন। তিনি পৌর শহরের পাথালিয়া এলাকা থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। শহরের ফৌজদারী মোড়, বকুলতলা চত্বর, তমালতলা, দায়াময়ী মোড়, গেইটপাড়সহ বিভিন্ন এলাকায় পথসভা ও ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন তিনি।

 বকুলতলা চত্বরে আয়োজিত পথসভায় ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন বলেন, বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ করতে দেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনবে। বিগত আওয়ামী লীগ আমলে যারা এমপি ছিলো তারা এলাকার উন্নয়নে কিছুই করেনি, তারা লুটপাটে ব্যস্ত ছিলো। আমি নির্বাচিত হলে জামালপুরের উন্নয়নে ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করব। দলীয় নেতাকর্মীদের নির্বাচনী আচরণ বিধি মেনে প্রচার-প্রচারণায় অংশ নেওয়ার আহ্বান জানান বিএনপি প্রার্থী। 

এ সময় তিনি সাধারণ ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এদিকে, জামালপুর সদর আসনে জামায়াতের প্রার্থী মুহাম্মদ আব্দুস সাত্তার তার দলীয় নেতা-কর্মীদের নিয়ে সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এছাড়াও অন্যান্য প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন ও ভোট প্রার্থনা করছেন।  

উল্লেখ্য, জামালপুর- ৫ (সদর) আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। প্রার্থীরা হলেন- ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন। দাড়িপাল্লা প্রতীকের জামায়াত প্রার্থী মুহাম্মদ আব্দুস সাত্তার। হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ ইউনুছ আহাম্মদ। কাস্তে প্রতীকের বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির প্রার্থী শেখ মো: আক্কাস আলী। ডাব প্রতীকের বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম।

 বাইসাইকেল প্রতীকের জাতীয় পার্টি-জেপির প্রার্থী মো: বাবর আলী খান। তারা প্রতীকের জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির প্রার্থী মো: আমির উদ্দিন। ট্রাক প্রতীকের গণঅধিকার পরিষদের প্রার্থী জাকির হোসেন।


সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


জামালপুর- নিয়ে আরও পড়ুন
জামালপুরে ৩০ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ, প্রতীক গ্রহণ করেননি এক স্বতন্ত্র প্রার্থী
জামালপুরে ৩০ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ, প্রতীক গ্রহণ করেননি এক স্বতন্ত্র প্রার্থী
জামালপুরে শিশু হত্যার দায়ে একজনকে ১০ বছরের আটকাদেশ
জামালপুরে শিশু হত্যার দায়ে একজনকে ১০ বছরের আটকাদেশ
ইসলামপুরে যমুনা দূর্গম চর থেকে দেশীয় অস্ত্রসহ এক যুবক আটক
ইসলামপুরে যমুনা দূর্গম চর থেকে দেশীয় অস্ত্রসহ এক যুবক আটক
স্পেশাল অলিম্পিকসে পদক জয়ী জামালপুরের প্রতিবন্ধী খেলোয়াড়দের সংবর্ধনা
স্পেশাল অলিম্পিকসে পদক জয়ী জামালপুরের প্রতিবন্ধী খেলোয়াড়দের সংবর্ধনা
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীনবরণ
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীনবরণ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top