শফিকুল ইসলাম: কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নে সংবাদ সম্মেলন করে ইউনিয়ন আওয়ামীলীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক ইমান আলী নামের এক নেতা সংবাদ সম্মেলন করে দলীয় সকল পদ ও রাজনৈতিক কর্মকান্ড থেকে পদত্যাগ করেছেন।
![]() |
| ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের পদত্যাগ |
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০ টার দিকে ২নং ইউনিয়ন নয়ারহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নতুন গুচ্ছগ্রাম এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। তিনি নয়ারহাট ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ইমান আলী ।
তিনি ওই ওয়ার্ডের তিন বারের নির্বাচিত ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রায় ৮ বছর আগে জনগনেরস্বার্থে, স্থানীয় আওয়ামীলীগ নেতাদের চাপে তিনি ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন। এসময় এলাকার বিভিন্ন স্তরের শতাধীক মানুষ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে মো. ঈমান আলী, পিতা মৃত আরজান ব্যাপারী, মাতা মৃত্যু কমলা খাতুন, গ্রামঃ খেরুয়ারচর, নয়ারহাট ইউনিয়ন ৭ নং ওর্য়াড, উপজেলা চিলমারী, কুড়িগ্রাম। আমি এই মর্মে, লিখিত ভাবে আপনাদের মাধ্যমে দেশবাসিকে জানাইতেছি যে, দীর্ঘ প্রায় ৮ বছর যাবত নয়ারহাট ইউনিয়নের ৭ নং ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করে আসছি। আমি এ ওয়ার্ডের ৩ বারের নির্বাচিত ইউপি সদস্য। এলাকার উন্নয়নের স্বার্থে ও স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের চাপেপড়ে আওয়ামীলীগে যোগদান করি। তবে আমি কখনোই দলীয় কার্যক্রমে সক্রিয় ছিলাম না। বর্তমান প্রেক্ষাপটে নিজের ভুল উপলব্ধি করে এবং আমার শারীরিক ও পারিবারিক সমস্যার কারনে ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদসহ সকল সদস্য পদ-পদবি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করিলাম।
ভবিষ্যতে সব ধরনের রাজনৈতিক কর্মকান্ড থেকে নিজেকে প্রত্যাহার করে নিলাম। আমি আরও অঙ্গীকার করতেছি যে, কারো চাপে পড়ে দল থেকে পদত্যাগ করি নাই। এই মর্মে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে দেশবাসিকে জানাচ্ছি যে, আমি বাংলাদেশ আওয়ামী লীগ নয়ারহাট ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক সহ এর স্ব-স্ব পদ থেকে স্বেচ্ছায় দলীয় সদস্য পদসহ সব পদ ও পদাবী থেকে পদত্যাগ করছি। আজ থেকে আওয়ামীলীগের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নবিন উদ্দিন, আনোয়ার হোসেন, আলম মিয়া,শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, হামিদুল ইসলাম, জয়নাল আবেদিন, ইদ্রিস আলী, রমজান আলী ও আঃ কুদ্দুসসহ স্থানিয় এলাকাবাসি এবং সাংবাদিকবৃন্দ।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
রৌমারী- নিয়ে আরও পড়ুন

রৌমারীতে ঘুষের টাকা লেনদেন নিয়ে খাদ্য নিয়ন্ত্রক ও ডিলারের হাতাহাতি

ইসলামী রাষ্ট্র গঠনের অঙ্গিকার জামায়াত প্রার্থীর

রৌমারীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রৌমারীতে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রৌমারীতে বাদাম চাষে বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।