শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারীতে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এনামুল হক পারুল।
![]() |
| রৌমারীতে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন |
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০ টার দিকে তার নিজ বাড়ি বাইটকামারীতে এ সংবাদ সম্মেলন করেন তিনি। ভুক্তভোগী এনামুল হক পারুল লিখিত বক্তব্য পাঠ করে বলেন, একটি পক্ষ সাংবাদিককে মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে অপ-প্রচার করেছেন। যা মানষিক ও সামাজিক ভাবে আমাকে হেয়প্রতিপন্ন করা হয়েছে। এতে আমার মানসম্মান ক্ষুন্ন হয়েছে। তাই আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচারিত উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।
আমি আরো উল্লেখ করতেছি যে, অর্থ সংকটের কারনে জমি বিক্রি করিতে চাইলে উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাগুয়ার চর গ্রামের মৃত্যু আজিতের স্ত্রী ও নিশান আলী (ওরফে নিশান চোর) এর বোন জামিরন বেওয়া জমি কিনে নিতে চাইলে বৈঠকের মাধ্যমে আলোচনা করে ৯ শতক জমির মুল্য ১ লাখ ৮০ হাজার টাকা নির্ধারন করে ১ লাখ টাকা বায়না নিই। কিন্তু শর্ত থাকে যে ৩ মাসের মধ্যে বাকি টাকা পরিশোধ করে জমি রেজিস্ট্রি নিতে হবে। এদিকে দুই বছর অতিবাহিত হলেও সে টাকা জোগাড় করতে না পারায় ও আমার অর্থ সংকটের কারনে উক্ত জমিটি অন্যত্রে বিক্রি করি এবং মহিলার কাছে বায়না নেওয়া ১ লাখ টাকা ফেরত দিতে গেলে সে টাকা ফেরত নেয়নি। এনিয়ে বন্দবেড় ইউনিয়নের বাইটকামারী এলাকায় চেয়াম্যানের বাড়িতে এক শালিসি বৈঠকে ওই মহিলা গরীব বলে মাতাব্বরগণরা আমার কাছ থেকে আরো ১ লাখ ৮০ হাজার সহ মোট ২ লাখ ৮০ হাজার টাকা ফেরত দিতে বলেন।
মাতাব্বরগণদের সম্মানরক্ষার্থে উক্ত টাকা ফেরত দিতে গেলে তিনি নেয়নি। জামিরন বেওয়া টাকা ফেরত না নিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা ও অপোপ্রচার শুরু করে। শুধু তাই নয়, তিনি সাংবাদিকদের কাছেও তথ্য গোপন রেখে মিথ্যা তথ্য দিয়ে অপ-প্রচার করছে। ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য যাচাই-বাছাই না করে এমন একটি মিথ্যা সংবাদ প্রচার করেছে, আমি যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
রৌমারী- নিয়ে আরও পড়ুন

রৌমারীতে বাদাম চাষে বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

জিঞ্জিরাম নদীর উপর সেতু না থাকায় ৭ গ্রামের মানুষের চরম দূর্ভোগ

চোরাচালান প্রতিরোধে বিশেষ অবদান রাখায় সম্মাননা প্রদান

রৌমারীতে তিনদিন পর পুকুর থেকে বৃদ্ধনারীর লাশ উদ্ধার

রৌমারীতে ৫৪ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।