শরীফ ওসমান হাদি হত্যা: ঘাতক ফয়সাল দুবাই নয়, ভারতে আছেন - ডিবি প্রধান

Seba Hot News : সেবা হট নিউজ
0

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার মূল ঘাতক ফয়সাল করিম মাসুদ বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

Sharif Osman Hadi assassination: Assassin Faisal is not in Dubai, but in India - DB chief
শরীফ ওসমান হাদি হত্যা: ঘাতক ফয়সাল দুবাই নয়, ভারতে আছেন—ডিবি প্রধান




মঙ্গলবার (৬ জানুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ডিবি প্রধান জানান, সম্প্রতি ঘাতক ফয়সাল করিমের কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে সে নিজেকে দুবাইয়ে থাকার দাবি করে এবং হত্যাকাণ্ডে জড়িত নয় বলে উল্লেখ করে। তবে ডিবির তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে, ফয়সাল দুবাই নয় বরং সীমান্ত পেরিয়ে ভারতের মেঘালয়ে আত্মগোপন করে আছে। সে হালুয়াঘাট সীমান্ত দিয়ে তার সহযোগী আলমগীর শেখের সহায়তায় দেশ ত্যাগ করে।

 
শরীফ ওসমান হাদি হত্যা মামলায় মোট ১৭ জনের নাম উল্লেখ করে চার্জশিট দাখিল করেছে ডিবি। এর মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক রয়েছেন ৫ জন। তারা হলেন— সরাসরি গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদ, মোটরসাইকেল চালক আলমগীর শেখ, তাদের পালিয়ে যেতে সহায়তাকারী মানবপাচারকারী ফিলিপ স্নাল, হত্যার নির্দেশদাতা সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী এবং ফয়সালের বোন জেসমিন।

 
তদন্তে বেরিয়ে এসেছে, এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা ছিলেন পল্লবীর সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী। ডিবি প্রধান বলেন, "শরীফ ওসমান হাদি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মকাণ্ডের কড়া সমালোচক ছিলেন। তার জোরালো বক্তব্য ও রাজনৈতিক কার্যক্রমের কারণে ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার ওপর ক্ষুব্ধ ছিল। মূলত রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তাকে হত্যার পরিকল্পনা করা হয়।"

 
উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর বিজয়নগর এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় রিকশায় থাকা শরীফ ওসমান হাদিকে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাদি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন।
এই ঘটনায় গত ১৪ ডিসেম্বর পল্টন থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছিল, যা হাদির মৃত্যুর পর হত্যা মামলায় রূপান্তরিত হয়। ডিবি প্রধান জানিয়েছেন, তদন্তে আরও কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে সম্পূরক চার্জশিট দেওয়া হবে।


সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


জাতীয়- নিয়ে আরও পড়ুন
রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন
রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন
বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই
বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই
সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া: ডা. এ জেড এম জাহিদ হোসেন
সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া: ডা. এ জেড এম জাহিদ হোসেন
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: রাজকীয় সংবর্ধনায় সিক্ত দেশনায়ক
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: রাজকীয় সংবর্ধনায় সিক্ত দেশনায়ক
অবশেষে দেশের পথে তারেক রহমান: আজ তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন
অবশেষে দেশের পথে তারেক রহমান: আজ তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top