আসন্ন
ঈদের জন্য নির্মিত হয়েছে কালজয়ী কথাসাহিত্যিক শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের
জননন্দিত উপন্যাস ‘দেবদাস’-এর ছায়া অবলম্বনে টেলিফিল্ম ‘আবারও দেবদাস’। আর
এই টেলিফিল্মে এই সময়ের দেবদাস-পার্বতী হয়েছেন ছোটপর্দার প্রিয়মুখ মিথিলা ও
নিশো। টেলিফিল্মে তাদের কাজের অভিজ্ঞতার কথা নিয়ে এবারের মূল ফিচার।
লিখেছেন খালেদ আহমেদ।
সাহিত্যনির্ভর
গল্পের নাটকের প্রতি টিভিদর্শকদের আকর্ষণ সব সময়ই। তাই যেকোনো উত্সব কিংবা
বিশেষ দিবসে এ রকম গল্পের নাটক প্রচারেও টিভি চ্যানেলগুলো সচেষ্ট থাকে। আর
নির্মাতাও চান সাহিত্যনির্ভর গল্পের নাটকে নিজের নির্মাণশৈলীর চমক দেখাতে।
আসছে ঈদের জন্য কালজয়ী কথাসাহিত্যিক শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের জননন্দিত
গল্প ‘দেবদাস’-এর ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘আবারও দেবদাস’।
ইমরাউল রাফাতের পরিচালনায় এই টেলিফিল্মে এই সময়ের দেবদাস-পার্বতী হয়েছেন
ছোটপর্দার প্রিয়মুখ মিথিলা ও নিশো।
নির্মাতার
কাছে প্রশ্ন ছিল—এর আগেও ছোটপর্দায় ‘দেবদাস’ গল্প নিয়ে নাটক নির্মিত
হয়েছে। আবার কেন? উত্তরে পরিচালক ইমরাউল রাফাত বলেন, ‘মুসলিম ধর্মের উপর
ভিত্তি করে ‘দেবদাস’-এর ছায়া অবলম্বনে আমি ২০১৫ সালের ‘দেবদাস’-কে
আধুনিকভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। দর্শক আমার এই বিশেষ টেলিফিল্মে
নতুনত্ব পাবেন। দর্শকের কাছে বিশেষ অনুরোধও থাকবে যে, প্লিজ আপনারা
শরত্চন্দ্রের ‘দেবদাস’-এর সাথে আমার এই টেলিফিল্মের মিল খোঁজার চেষ্টা
করবেন না।’
রাজধানীর
অদূরে জিরাবোতে এই টেলিফিল্মটির শুটিং হয়েছে। ‘দেবদাস’ গল্পের এই সময়ের
চরিত্র দীপ চরিত্রে অভিনয় করছেন নিশো, পার্বতীর এই সময়ের চরিত্র পারুল
চরিত্রে মিথিলা অভিনয় করছেন। চন্দ্রমুখীরূপী চাঁদনী চরিত্রে অভিনয় করছেন
পিয়া। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, ইভানা ও নিলয়।
টেলিফিল্মটিতে
অভিনয় প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘মিথিলা আমার ছোট্টবেলার বন্ধু। তাই
তারসঙ্গে কাজ করা সবসময়ই আমার জন্য অনেক আনন্দের। আমরা দুই বন্ধু এমন একটি
কাজ একসঙ্গে করতে পারব ভাবিনি কখনো। বিশেষ ধন্যবাদ পরিচালক রাফাতকে যে এমন
একটি কাজ আমাকে দিয়ে করানোর জন্য। পারুল চরিত্রে মিথিলা সত্যিই অসাধারণ
অভিনয় করছে।’
মিথিলা
বলেন, ‘ছোটবেলা থেকেই শরত্চন্দ্রের ‘দেবদাস’-এর ভক্ত আমি। এদেশের চাষী
নজরুল ইসলামের দেবদাস দেখে যেমন মুগ্ধ হয়েছি আমি ঠিক তেমনি সঞ্জয়লীলার
দেবদাস দেখেও মুগ্ধ হয়েছি আমি। যখন ভাবতাম যদি কেউ দেবদাস নির্মাণ করেন তবে
আমাকে মনে হয় পার্বতী চরিত্রেই অভিনয় করতে হবে। রাফাত আমার ভাবনার সফল
পরিণতির দিকে এগিয়ে নিয়ে সহযোগিতা করেছেন। আমি আধুনিক পারুল চরিত্রে অভিনয়
করছি।’
উল্লেখ্য,
নিশো ও মিথিলা ছোট্টবেলার বন্ধু হলেও তারা দু’জন একসঙ্গে প্রথম কাজ করেন
বড় বেলায় অমিতাভ রেজার নির্দেশনায় ‘ক্লোজআপ’-এর বিজ্ঞাপনে। এরপর তারা দু’জন
মাসুদের নির্দেশনায় ‘বিফর দ্য লাভ’ নাটকে অভিনয় করেন। সর্বশেষ তারা দুজন
গত বছর কোরবানির ঈদে কৌশিক শংকর দাশের নির্দেশনায় ‘আমার স্ত্রীর আততায়ী’
নাটকে অভিনয় করেন। টেলিফিল্ম ‘আবারও দেবদাস’ ঈদে এসএটিভিতে প্রচার হবে।