মাঝে
কিছুদিন বিজ্ঞাপনের কাজ নিয়ে লাক্সসুপারস্টার মেহ্জাবিন চৌধুরী এত বেশি
ব্যস্ত ছিলেন যে নাটক কিংবা টেলিফিল্মে অভিনয় বলা যায় কমিয়েই দিয়েছিলেন।
এখন আসছে ঈদ উপলক্ষে বিভিন্ন চ্যানেলের বিশেষ বিশেষ নাটকে অভিনয় করছেন
তিনি। এরইমধ্যে দুটি ভিন্ন গল্পের নাটকের কাজ শেষ করেছেন। দুটি গল্পের
রচয়িতা যেমন ভিন্ন ঠিক তেমনি নির্মাতাও ভিন্ন। জাকির হোসেন উজ্জ্বলের রচনায়
ও জাহিদ হাসানের নির্দেশনায় মেহ্জাবিন অভিনয় করেছেন ‘ডিস্টার্ব’ নাটকে।
আবার মনসুর রহমান চঞ্চলের রচনায় ও সরদার রোকনের নির্দেশনায় অভিনয় করেছেন
‘বৈরী হাওয়া’ নাটকে। দুটি নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন জাহিদ হাসান ও
সজল।
দুটি
নাটক নিয়ে মেহ্জাবিন বলেন, ‘দুটি নাটকের গল্প পড়েই আমার ভালো লেগেছিল। যে
কারণে খুব কাছাকাছি সময়েই দুটি নাটকে কাজ করার সিডিউল দিয়েছি। জাহিদ ভাই এত
যত্ন করে ভালোবাসা দিয়ে কাজ আদায় করে নেন যে তার নির্দেশনায় কাজ করে ভীষণ
ভালো লেগেছে। এবারই প্রথম তার নির্দেশনায় কাজ করেছি। অন্যদিকে সরদার রোকন
ভাইয়ের ইউনিটে কাজ করেও বেশ তৃপ্ত আমি। নির্দেশক হিসেবে তার ভাবনাগুলো একটু
ভিন্ন রকমের। আমার বিশ্বাস দুটি নাটকই দর্শকের ভালো লাগবে।’ নাটকটি আসছে
ঈদে বাংলাভিশনে প্রচার হবে। ‘বৈরী হাওয়া’ নাটকটি আসছে ঈদে একুশে টিভিতে
প্রচার হবে।
এদিকে
এর আগে মেহ্জাবিন ঈদ উপলক্ষে শেষ করেছেন রুমান রুনির নির্দেশনায়
‘মনপুতুলের গল্প’, ‘যন্ত্র না যন্ত্রণা’ ও ‘টি বয় টি’ নাটকের কাজ। এই নাটক
তিনটিও আসছে ঈদে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এছাড়া ইমরাউল
রাফাতের নির্দেশনায় মেহ্জাবিন চৌধুরী অভিনীত ‘আনম্যারিড’ নাটকটি আসছে ঈদে
মাছরাঙা কিংবা এশিয়ান টিভিতে প্রচার হবে।