কোপা
আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন উরুগুয়েকে একমাত্র গোলে হারিয়ে সেমি-ফাইনালে
উঠেছে চিলি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে প্রথম কোয়ার্টার-ফাইনালে এক
মাত্র গোলে জয় পেয়েছে তারা।
খেলার
প্রথমার্ধ গোল শূন্য থাকে। দ্বিতীয়ার্ধে ৮১ মিনিটের মাথায় গোল করেন চিলির
মাউরিসিও ইসলা। ১৬ গজ দূর থেকে দারুণ শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
এই
গোলের আগে দুই হলুদ কার্ড দেখে বহিষ্কৃত হন উরুগুয়ের তারকা ফরোয়ার্ড
এদিনসন কাভানি। আর ম্যাচের শেষ দিকে হোর্সে ফুসিলে দ্বিতীয়বার হলুদ কার্ড
দেখলে নয় জনের দলে পরিণত হয় টুর্নামেন্টের সবচেয়ে সফল দলটি।