আন্তর্জাতিক
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সভাপতির দায়িত্ব নিয়েছেন
পাকিস্তানের সাবেক অধিনায়ক ৬৭ বছর বয়সী জহির আব্বাস।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, বার্বাডোজে আইসিসির বার্ষিক সম্মেলনের তৃতীয় দিনে সভাপতির দায়িত্ব নেন আব্বাস।
এক বছর মেয়াদে দায়িত্ব নেয়ার পর আইসিসির বোর্ড ও কাউন্সিলের সবাইকে তাকে সভাপতি হিসেবে মনোনয়ন করার জন্যে ধন্যবাদ জানান।
স্টাইলিশ
ব্যাটসম্যান জহির আব্বাস পাকিস্তানের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন।
প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি করা একমাত্র এশিয়ান তিনি, যাকে
বলা হত এশিয়ার ব্র্যাডম্যান।
১৯৬৯ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত ৭৮টি টেস্ট ও ৬২টি ওয়ানডে খেলে জহির যথাক্রমে ৫ হাজার ৬২ ও ২ হাজার ৫৭২ রান করেন।
১৪টি টেস্ট ও ১৩টি ওয়ানডেতে পাকিস্তানকে নেতৃত্ব দেয়া এই ক্রিকেটার ১৯৭৫, ১৯৭৯ ও ১৯৮৩ সালের বিশ্বকাপ খেলেন।
২২ বছরের ক্যারিয়ারে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৪ হাজার ৮৪৩ রান করেন তিনি।