জয়পুরহাটে পিস্তল-গুলিসহ নারী অস্ত্র ব্যবসায়ী আটক

S M Ashraful Azom


জয়পুরহাটের পাগলাদেওয়ান সীমান্ত এলাকা থেকে একটি পিস্তল এক রাউন্ড তাজা গুলিসহ সুরাইয়া খাতুন (২৫) নামে এক নারী অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ান (বিজিবি)


সোমবার ভোর ৬টার দিকে ওই সীমান্ত এলাকার রূপনারায়নপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়


আটক সুরাইয়া খাতুন রূপনারায়নপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী। সে দীর্ঘদিন ধরে ওই সীমান্ত এলাকায় গোপনে অস্ত্র ব্যবসা চালিয়ে আসছিল বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে


জয়পুরহাটের বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার জানান, সুরাইয়া খাতুনের বাড়িতে অস্ত্র বেচাকেনা হচ্ছে- গোপন সূত্রে খবর জানতে পেয়ে বিজিবি সদস্যরা ওই বাড়িতে আকস্মিক  অভিযান চালায়। ওই সময় তাদের উপস্থিতি টের পেয়ে ক্রেতা পালিয়ে গেলেও একটি পিস্তল এক রাউন্ড তাজা গুলিসহ ওই নারী অস্ত্র ব্যবসায়ীকে তারা হাতেনাতে আটক করে

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top