প্রথমবার তারা …

S M Ashraful Azom
অভিনয় জগতের দুই তারকা শিল্পী শাকিব খান ও জয়া আহসান। প্রথমবারের মতো একসঙ্গে ছোটপর্দায় হাজির হয়েছেন তারা। মাছরাঙা টেলিভিশনের ঈদের বিশেষ আয়োজন কেমিস্ট্রিতে এই জুটির নানা অজানা তথ্য আবিষ্কারের চেষ্টা করেছেন উপস্থাপক রুমানা মালিক মুনমুন। গত সোমবার রাতে মাছরাঙা টেলিভিশনের স্টুডিওতে এই বিশেষ পর্বের ধারণ কাজ শেষ হয়।
জয়া-শাকিব একসঙ্গে দুটি ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি মুক্তি পেয়েছে। আর আসছে কোরবানির ঈদে মুক্তি পাবে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি টু। তাদের জুটির রসায়ন দর্শক-প্রদর্শক-নির্মাতাদের পছন্দ করায় তারা প্রায় অর্ধডজন ছবিতে একসঙ্গে কাজ করার প্রস্তাব পেয়েছেন-আড্ডাচ্ছলে সেটিই জানালেন তারা।
এই আলাপে শাকিব খান জানিয়েছেন, জয়া আহসান তার ড্রিমগার্ল। দু’জনই তাদের বিয়ের পরিকল্পনার কথা জানিয়েছেন এই অনুষ্ঠানে। অপু বিশ্বাস শাকিবের জীবনে কে-জয়ার প্রশ্নের উত্তরও দিয়েছেন ‘কিং খান’ শাকিব খান। জয়া কতটুকু ফিল্মি হয়ে উঠতে পেরেছেন, শাকিব খান কতটুকু মধ্যবিত্ত দর্শকদের প্রেক্ষাগৃহে টানতে পেরেছেন-সবকিছুরই উত্তর দিয়েছেন দু’জন, নিজেদের আত্মসমালোচনাও করেছেন অকপটে। তাদের ঘিরে সব ধরনের সমালোচনার উত্তরও দিয়েছেন শাকিব-জয়া। রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও সাইফুল ইসলামের প্রযোজনায় কেমিস্ট্রি মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে ঈদের পর দিন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top