শেষ বড়পর্দায় একসাথে দেখা গিয়েছিল নিলয় ও শখকে। এবার আবারও একসাথে পর্দায়
আসছেন তারা। তবে এবার বড়পর্দায় নয়, ঈদের একটি নাটকে আবারও দেখা যাবে এই
জুটিকে। এক সময়ে দু’জন দু’জনার ব্যক্তিজীবনে প্রেমের সম্পর্কে জড়িয়ে যাবার
পর সে সম্পর্কে ভাঙনও তৈরি হয়। এমনকি বেশ কয়েকটি সিনে ম্যাগাজিনে তাদের
সম্পর্কের রসায়ন ও বিয়ে পূর্বক ভাবনা নিয়ে কাভার স্টোরিও প্রকাশ করা হয়।
তবে তাদের সেই ভাঙনের পর আবারও পর্দা জুটি বাংলাদেশের শিল্পীদের ভেতরে
বিরল এক উদাহরণ তৈরি করলেন তারা। এ প্রসঙ্গে অবশ্য শখের যুক্তি খুবই
স্পষ্ট। শখ এ প্রসঙ্গে বলেন, ‘আমাদের বন্ধুত্বে তো কোনো সঙ্কট কোনোদিনই ছিল
না। তাই নিলয়ের সাথে আমার প্রফেশনাল সম্পর্ক ছিল, আছে ও থাকবে।’
উল্লেখ্য, কৌশিক শংকর দাশের রচনা ও পরিচালনায় ‘ওয়ান ফাইন ডে’ নাটকে রুদ্র
আর নীলার ভূমিকায় অভিনয় করেছেন নিলয় এবং শখ। এছাড়াও অভিনয় করেছেন মুনিয়া ও
সুদীপসহ অনেকে।