ভারতের
উড়িষ্যায় ২৩তম আন্তর্জাতিক ইন্ডিয়ান থিয়েটার অলিম্পিয়াডের উদ্বোধনী নাটক
হিসেবে নির্বাচিত হলো থিয়েটার ফোকসের ‘যমুনা’। এর চারটি চরিত্রে অভিনয় করতে
সেখানে যাবেন তৌকীর আহমেদ। উড়িষ্যার কাটাক শহরের কলা বিকাশ কেন্দ্র
মিলনায়তনে আগামী ১ জুলাই সন্ধ্যা ৭টায় মঞ্চায়ন হবে নাটকটি। সেখানে থাকবেন উড়িষ্যার মূখ্যমন্ত্রীও।
নাটকটির নির্দেশক ও আলোক পরিকল্পনাকারী মোহাম্মদ আলী হায়দার জানান, এর আগে নাটকটিতে রঞ্জন ও শাহাবুদ্দিন চরিত্রে অভিনয় করেছেন তৌকীর। উড়িষ্যায় সাইফল আর সাগরের ভূমিকায়ও দেখা যাবে তাকে। থিয়েটার ফোকস হলো অক্সফোর্ড শহরের নাট্যদল। তাদের দ্বিতীয় প্রযোজনা ‘যমুনা’ ২০১২ সাল থেকে অক্সফোর্ড, বার্মিংহাম, লন্ডন ও ঢাকার দর্শকমহলে প্রশংসিত হয়। ইংরেজি ভাষার নাটকটি লিখেছেন সেলিনা শেলী, ইংরেজি অনুবাদ করেছেন রূপকথা প্রিয়দর্শিনী, চুপকথা প্রিয়ভাষিণী ও জেসি রোদসী। আগামীকাল ১৫ সদস্যের দলটি রওনা দেবে উড়িষ্যার উদ্দেশে। তারা ঢাকায় ফিরবেন ৪ জুলাই।
নাটকটির নির্দেশক ও আলোক পরিকল্পনাকারী মোহাম্মদ আলী হায়দার জানান, এর আগে নাটকটিতে রঞ্জন ও শাহাবুদ্দিন চরিত্রে অভিনয় করেছেন তৌকীর। উড়িষ্যায় সাইফল আর সাগরের ভূমিকায়ও দেখা যাবে তাকে। থিয়েটার ফোকস হলো অক্সফোর্ড শহরের নাট্যদল। তাদের দ্বিতীয় প্রযোজনা ‘যমুনা’ ২০১২ সাল থেকে অক্সফোর্ড, বার্মিংহাম, লন্ডন ও ঢাকার দর্শকমহলে প্রশংসিত হয়। ইংরেজি ভাষার নাটকটি লিখেছেন সেলিনা শেলী, ইংরেজি অনুবাদ করেছেন রূপকথা প্রিয়দর্শিনী, চুপকথা প্রিয়ভাষিণী ও জেসি রোদসী। আগামীকাল ১৫ সদস্যের দলটি রওনা দেবে উড়িষ্যার উদ্দেশে। তারা ঢাকায় ফিরবেন ৪ জুলাই।