বাংলাওয়াশের ‘মওকা’!

S M Ashraful Azom
শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে কাল দু’দলের অনুশীলনের বেশিরভাগ সময় বৃষ্টি ঝরল। কখনও ঝিরিঝিরি। কখনও খানিকটা ভারি। আর গোটা দিনই আকাশ মুখভার করে থাকল, কালো।
ভারতের এই দলটার সঙ্গে আকাশের এ রংয়ের দারুণ একটা মিল খুঁজে পাওয়া গেল। অনুশীলনে আছে সবাই। দৌড়াদৌড়িও চলল। একাডেমির নেটে মনোযোগী ব্যাটিং। কিন্তু প্রায় সবার মুখায়বে কিছু একটা হারানোর কষ্ট; সেই সঙ্গে আরও বড় কিছু খোয়ানোর আতঙ্ক।
এ আতঙ্ক অজানা কিছু নয়। এর নাম সিরিজ ৩-০ হওয়া। বাংলায় যার পরিচয়-বাংলাওয়াশ!
মিরপুরে সিরিজের আজকের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচ নিয়ে যত আলোচনা-সমালোচনা, কৌশল নির্ধারণ, দল গঠন-প্রায় সবকিছুর শেষটা এসে ঠেকছে একটা শব্দেই-বাংলাওয়াশ!
ইচ্ছেটা মোটেও গোপন রাখেনি বাংলাদেশ। ভারতকে সিরিজে পুরোপুরি ‘ধুয়ে’ দেওয়ার টার্গেট নিয়েই আজ মাঠে নামছেন মাশরাফিরা। সিরিজ তো আগেই গেছে; ভারত এখন প্রাণপণে শুধু চাইছে সম্ভাব্য এ বাংলাওয়াশ এড়াতে!
বিশ্বকাপের সময় ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে ‘মওকা…মওকা’ বিজ্ঞাপনের টেলেপ এবং সুর সব প্রতিপক্ষের মনে জ্বালা ধরিয়ে দিয়েছিল। সেই ‘মওকা’ মার্কা বিজ্ঞাপন, প্রোমো যে বুমেরাং হয়ে একসময় ভারতের গায়েই বিঁধবে-সেটা কে ভেবেছিল?
বাংলাদেশ সফরে সেই বাড়তি যন্ত্রণা সইতে হচ্ছে ধোনির দলকে। আজ সিরিজের শেষ ম্যাচে স্টারস্পোর্টসের তৈরি করা সেই বিজ্ঞাপনের সুরেই বাংলাদেশ গাইছে-‘মওকা বাংলাওয়াশ’!
মওকা শব্দের বাংলা-সুযোগ। আর ক্রিকেটে ৩-০, ৫-০ বা হোয়াইটওয়াশের আভিধানিক বাংলা এখন বাংলাওয়াশ!
বাংলাদেশের বিপক্ষে এমন পরিস্থিতি নতুন দেখছে ভারত। এমন একসময় ছিল যখন ভারত জিতত ৩-০-তে। আর এখন তারা সেই ব্যবধানে হার থেকে এক ম্যাচ দূরে।
সময়টা বদলে গেছে যে ভাই!
দাপুটে ভঙ্গিতে সিরিজ জিতে বাংলাদেশের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। আজ জিতলে দেশের মাটিতে টানা ১১ ম্যাচ জয়ের রেকর্ডের পাশে লেখা হবে বাংলাদেশের নাম। ওয়ানডে ক্রিকেটে যৌথভাবে এ রেকর্ডের মালিক পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার।
প্রথম ম্যাচে ৭৯ রানে হেরে দলকে তিনটা বদল নিয়ে দ্বিতীয় ম্যাচে খেলতে নামে ভারত। এবং তাতে হার আরও বাজেভাবে; নয় ওভার হাতে রেখেই বাংলাদেশ ম্যাচ জেতে ৬ উইকেটে। সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশের সামনে ভারত দাঁড়াতেই পারেনি। ২২ গজে ধসের সঙ্গে আচার-আচরণেও পুরোপুরি শূন্য নিয়ে মাঠ ছাড়ে ভারত। ক্যাপ্টেন কুল হিসেবে পরিচিত মহেন্দ্র সিং ধোনি তার ‘কুল’ হারিয়েছেন। এখন অধিনায়কের গদিও হারানোর পথে। সন্দেহ নেই আজকের ম্যাচটা ধোনির অধিনায়ক ক্যারিয়ারের জন্য অনেক ‘হিসাবের’ এক ম্যাচ। সিরিজ হারার দিন থেকেই ভারতীয় মিডিয়া ধোনির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। আর আজ যদি সিরিজ ৩-০ তথাস্তু বাংলাওয়াশ হয় তবে সম্ভবত অধিনায়ক ধোনিও ‘ধুয়ে-মুছে’ সাফ!
মাসখানেক আগে পাকিস্তানকে এখানে নাস্তানাবুদ হতে দেখে হেসেছিল ভারত। ঠিক সেই মাঠে এখন ভারতের অসহায়ত্ব দেখে পাকিস্তান বলছে-‘কী…বলেছিলাম না, বদলে গেছে বাংলাদেশ’!
সিরিজ হেরে এরই মধ্যে সব হারিয়েছে ভারত। এখন শেষ ম্যাচ হেরে ছাল-চামড়া না গেলেই হয়! শেষ ম্যাচে এখন ধোনির দলের সামনে লক্ষ্য এটুকুই। তবে বাংলাদেশও জানিয়ে দিয়েছে এক ইঞ্চি ছাড় দিতে রাজি নয় তারা। সিরিজের শেষ ম্যাচের একাদশে সম্ভবত একটা বদল আনছে বাংলাদেশ। ওয়ানডে দলে হঠাত্ করে লেগ স্পিনার জুবায়ের হোসেনকে ডাকা হয়েছে। এক ম্যাচের টেস্ট সিরিজে ভালো পারফরম্যান্স দেখানো জুবায়েরকে আজ একাদশে দেখা গেলেও অবাক হওয়ার কিছু নেই। সে ক্ষেত্রে চার পেসারের একজনকে বিশ্রামে রাখবে বাংলাদেশ। খুব সম্ভবত বিশ্রাম পাওয়া সেই বোলার তাসকিন আহমেদ।
বৃষ্টিতে কাল বেশিরভাগ সময় মিরপুরের উইকেটে কাভার থাকলেও এতে গুণগত কোনো বদল আসার সম্ভাবনা নেই। এ উইকেট নিয়ে ভারতীয় স্পিনার অশ্বিনের রায় হল-‘আরে ওরা তো (বাংলাদেশ দল) এ স্টেডিয়ামের মালিক।’
হাতের তালুর মতো পরিচিত হয়ে ওঠা স্টেডিয়াম। চারধারের গ্যালারি থেকে প্রতিটি বলে উন্মাতাল সমর্থন। মুস্তাফিজুরের স্লোয়ার, অফ কাটার। রুবেলের নিখুঁত বাউন্সার। মাশরাফির নেতৃত্ব। ব্যাটিংয়ে ফর্মে ফেরা সাকিব। বড় রানের অপেক্ষায় থাকা মুশফিক। সৌম্য সরকারের ব্যাটে বাহারি স্ট্রোক। ব্যাটে-বলে নিখুঁত নাসির। সাব্বিরের দাপুটে ব্যাটিং-নাহ, এ ম্যাচেও ভারতের সম্ভাবনা ক্রমেই শূন্য…।
মওকা এখন একটাই-বাংলাওয়াশ!

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top