বাংলাদেশের বিপক্ষে তিন
ফরম্যাটের ক্রিকেট সিরিজ খেলতে মঙ্গলবার
বিকালে ঢাকায়
পৌঁছেছে দক্ষিণ
আফ্রিকা ক্রিকেট
দল। এই
সিরিজে টাইগারদের
বিরুদ্ধে তারা
দুটি টি-টোয়েন্টি, তিনটি
ওয়ানডে ও
দুটি টেস্ট
ম্যাচ খেলবে।
ঢাকায় এসে দক্ষিণ
আফ্রিকা দলের
ওয়ানডে অধিনায়ক
এবিডি ভিলিয়ার্স
বলেছেন, “বাংলাদেশ
বর্তমান সময়ে
সবচেয়ে ভালো
দল। বাংলাদেশকে
এখন আর
ছোট করে
দেখার সময়
নেই। এমনকি
৪-৫
জন ভালো
খেলোয়াড় বসিয়ে
তাদের সঙ্গে
খেলার দিন
আর নেই।
তিনি আরও বলেন,
‘বাংলাদেশ এখন অনেক পরিপুর্ণ ক্রিকেট
খেলছে। আমরা
দেখেছি তারা
কিভাবে পাকিস্তান
এবং ভারতকে
হারিয়েছে। তবে ভারত যে ভুল
করেছে আমরা
সেই ভুল
করবো না।
আমি আশা
করছি আমরা
ভালো করব।
কিন্তু সিরিজটি
আমাদের জন্য
কঠিনই হবে।”