বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদারের সৌজন্যে মঙ্গলবার ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ কার্যালয়ে ওই ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার ছাড়াও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম আবু সায়েম, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার পাখি, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম, সহ-সভাপতি রকিবুল হাসান বাবুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ হোসনা, সহ-সভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাপ্তাহিক বকশীগঞ্জ এর সম্পাদক গোলাম রাব্বানী নাদিম সহ সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা উক্ত ইফতারে অংশ নেন ।