জীবনমুখী গানের এক অনন্যা ধারার শিল্পী, গীতিকার ও সুরকার নচিকেতা। কথা, সুর ও কণ্ঠের সংমিশ্রণে নিজস্ব এক ঘরানা তৈরি করেছেন ওপার বাংলার এই শিল্পী। নচিকেতার একক গান নিয়ে ঈদে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে এটিএন বাংলা। অনুষ্ঠানের নাম ‘নচিকেতা নাইটস’। রুমানা আফরোজের পরিচালনায় অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেছেন এপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। এটিএন বাংলায় অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের পরদিন রাত ১০টা ৪৫ মিনিটে।
গানের পাশাপাশি অনুষ্ঠানে দুই বাংলা’র দুই জনপ্রিয় শিল্পীর গান নিয়ে নানা অজানা বিষয় উঠে এসেছে। নচিকেতাকে নিয়ে সংক্ষিপ্ত একটি ভিডিও চিত্র প্রদর্শনের মাধ্যমে শুরু হবে অনুষ্ঠানটি। সোনালী প্রান্তরে, যখন সময় থমকে দাঁড়ায়, বৃদ্ধাশ্রম, আঁকাবাঁকা মেঠো পথে এবং নীলাঞ্জনা গানগুলো গাওয়ার পাশাপাশি চন্দন সিনহার গাওয়া ‘আমি নিঃস্ব হয়ে যাবো’ শিরোনামের গানটিও গেয়েছেন তিনি।