সিনেমাটি দর্শকদের চাহিদা পূরণ করবে

S M Ashraful Azom
এনটিভিতে আজ রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক একদিন ছুটি হবে। এতে অভিনয় করেছেন তানিয়া আহমেদ। নাটক ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে-
ঈদের কাজের ব্যস্ততা?
সাগর জাহানের পরিচালনায় ঈদ ধারাবাহিক সিকান্দর বক্স এবার রাঙামাটিতে, তানিম পারভেজের ৬ পর্বের আমাদের পুরান ঢাকা এবং এক ঘণ্টার নাটক নাসির গ্যাং জিরো জিরো নাইন, আশিষ রায়ের অষ্টাদশ নাটকে কাজ করছি।
লাইফ স্টাইল নিয়ে লাক্সের অনুষ্ঠানটি এবারও আপনি করছেন?
প্রতি বছরের মতো এবারও আমি এই অনুষ্ঠানটি পরিচালনা করতে পেরে আনন্দিত। ১৫ রমজান থেকে প্রতিদিন ১২টি চ্যানেলে অনুষ্ঠানটি প্রচার হবে। এটি উপস্থাপনা করেছেন সোনিয়া হোসেন ও টয়া।
ঈদের কোনো নাটক নির্মাণ করেননি?
আসলে নাটকে নিয়মিত অভিনয় করে পরিচালনা করার সময় বের করা অনেক কষ্টের। চেষ্টা করেছিলাম। কিন্তু কোনোভাবেই পরিচালনার জন্য সময় বের করতে পারিনি। তাই এবার ঈদে অন্যদের পরিচালনায় কাজ করেছি।
উপস্থাপনা করছেন নিয়মিত?
আরটিভিতে আমি আর মা অনুষ্ঠানটি নিয়মিত উপস্থাপনা করছি। এ ছাড়া ঈদে আফজাল আহমেদকে নিয়ে বিশেষ একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছি। এখানে আফজাল আহমেদের হাতে তৈরি সেলিব্রেটিরা উপস্থিত থেকে কথা বলবেন। আশা করি, এই অনুষ্ঠানটি দর্শকদের ভালো লাগবে। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা করতে আমার ভীষণ ভালো লাগে।
আপনার সিনেমার কী খবর?
ইমপ্রেস টেলিফিল্মের গুডমর্নিং লন্ডন ছবিটি আমি পরিচালনা করছি। ইতোমধ্যেই এর শুটিং শেষ হয়েছে। এখন ডাবিং চলছে। আমি ছবিটি নিয়ে অনেক বেশি আশাবাদী। সময়কে প্রাধান্য দিয়ে গল্পটি গড়ে উঠেছে। এখানে দর্শকদের বিনোদনের সব বিষয় ছবিতে রয়েছে। কারণ দর্শক টাকা খরচ করে আনন্দ পেতে হলে যায়। ছবিটি দেখলে দর্শক আনন্দ পাবে আমি বিশ্বাস করি।
সিনেমাটি নিয়ে কেমন আশাবাদী?
ক্যারিয়ারে শুরু থেকেই আমি ফ্যাশন নিয়ে কাজ করেছি। তাই সময়কে খুব ভালো বুঝতে পারি। ছবিটি দর্শকদের চাহিদা পূরণ করবে আশা করি। ছবিতে আমি কোনো রকমের ছাড় দেইনি। নারী পরিচালক ছবি নির্মাণ করলে বাণিজ্যিক বিষয় থাকবে না। আমি এই ধারণা ভুল প্রমাণ করব। মোটা দাগে বলতে পারি, সিনেমাটি নিয়ে আমি বেশ আশাবাদী।
ধারাবাহিকে কাজ?
ঈদের কারণে নতুন কোনো ধারাবাহিকের কাজে হাত দিচ্ছি না। পুরনো ধারাবাহিক অর্কিড, অলসপুর, একদিন ছুটি হবে, রাস্কেল ধারাবাহিকে কাজ করছি।
একদিন ছুটি সম্পর্কে বলুন?
আমি ব্যক্তিগত জীবনে ভুল সিদ্ধান্ত নেইনি। একদিন ছুটি হবে নাটকে আমি একটি সিদ্ধান্ত ভুল নিয়েছি। যার কারণে আমি মনে মনে কষ্ট পাচ্ছি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top