অবশেষে বিজ্ঞানীরা প্রকৃতির সবচেয়ে অদ্ভুত একটি প্রাণীর সম্পূর্ণ জীবাশ্ম আবিষ্কার করতে পেরেছেন। খবর বিবিসির।
সমুদ্রে
সৃষ্ট ক্ষুদ্র - হ্যালুসিজেনিয়া (Hallucigenia) - ৫০০ বছর আগে বাস করতো,
কিন্তু প্রজাতিটির প্রাপ্ত সব জীবাশ্ম মাথা ছাড়া দেখা গেছে।
কানাডা
ওই প্রজাতির জীবাশ্মের নিখোঁজ অংশ উন্মোচন করে নতুন প্রজাতির পরিপূর্ণ রূপ
আবিষ্কার করলেন। এতে প্রথমবারের মতো প্রজাতিটির বিস্ময়কর মুখচ্ছবি
উন্মোচিত হয়েছে।
ক্যামব্রিজ ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর মার্টিন স্মিথ বলেন, এটা দেখতে সম্পূর্ণভাবে অদ্ভুত। এটা এরকম যেন অন্য গ্রহ থেকে এসেছে।
হ্যালূসিজেনিয়া’র প্রথম জীবাশ্মটি ১০০ বছরেরও আগে আবিষ্কার হয়, এবং জীবাশ্মটি রহস্য উন্মোচনে বিজ্ঞানীদের ব্যর্থ করে।
জার্নার ন্যাচার নিবন্ধে গবেষণাটি প্রকাশিত হয়েছে।