জাপানে বিড়ালের শেষকৃত্যানুষ্ঠান

S M Ashraful Azom



জাপানের পশ্চিমাঞ্চলেস্টেশন মাস্টারখ্যাত বিড়ালের শেষকৃত্যানুষ্ঠান পালন করা হলো বেশ আড়ম্বরভাবেদীর্ঘ বছর ধরেই বেশ সুনামের সাথেই জাপানের পশ্চিমাঞ্চলের একটি লোকাল রেলওয়েতে স্টেশন মাস্টার হিসাবে দায়িত্ব পালন করে আসছিলোটামানামের এই বিড়ালটি
মূলত টিকিট গেটের কাছে যাত্রীদের অভিবাদন জানানো এবং স্টেশন থেকে বের হয়ে যাওয়া যাত্রীদের বিদায় জানানোর কাজ করতো টামাআন্তরিক ব্যবহারের মাধ্যমে খুব দ্রুতই পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছিলো বিড়ালটি
গত ২২ জুন ১৬ বছর বয়সে হৃদরোগে মারা যায় বিড়ালটি২০০৭ সাল থেকে কিসি স্টেশনে স্টেশন মাস্টারের দায়িত্ব পালন করে আসছিলো টামারেলওয়ের কর্মকর্তাদের মতে, রেল কোম্পানি এবং স্থানীয় অর্থনীতিতে তার খুব ভালো অবদান রয়েছেরেল কর্তৃপক্ষের উদ্যোগে টামা প্রতি সম্মান জানানোর জন্য ব্যবস্থা করা হয়েছিলো গতকাল রবিবারটামা শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিয়েছিলো রেলওয়ের কর্মকর্তাসহ হাজার হাজার মানুষটামা স্মরণে স্থাপন করা বেদীতে ফুল দিয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান তারারেল বিভাগের প্রেসিডেন্ট মিতসুনোবু কোজিমা বলেন, বিড়ালটির অর্জন এবং অবদানের জন্য তাকে ধন্যবাদ জানাই। আগামী মাসেই কাছাকাছি একটি বিড়াল মঠে রাখার ব্যবস্থা করা হবে টামার মৃতদেহআর টামার জায়গায় স্থলাভিষিক্ত করা হয়েছেনিতিমানামের অন্য একটি বিড়ালকেএই নিতিমাকে শিক্ষানবিশ স্টেশন মাস্টার হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।সূত্র:বিবিসি বাংলা
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top