আগামী নির্বাচনে খালেদাকে হোয়াইটওয়াশ করা হবে

S M Ashraful Azom


২০১৯ সালের জাতীয় নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হোয়াইটওয়াশ করা হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম


আজ রবিবার সকালে জাতীয় সংসদে ২০১৫-২০১৬ অর্থবছের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি মন্তব্য করেন


বিএনপি নেত্রীকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা চাই, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। এই দোয়া করি। কারণ আপনার সাথে আমরা ২০১৯ সালের নির্বাচনে লড়াই করতে চাই। সেই লড়াইয়ে নির্বাচনের মাঠে আপনাকে হোয়াইটওয়াশ করা হবে


এসময় তিনি বলেন, আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না। আমরা খেলেই জিততে চাই


বাজেট নিয়ে তিনি বলেন, বাজেট নিয়ে সব দেশেই সমালোচনা হয়। আমরাও সমালোচনা করছি। কারণ আমাদের প্রধানমন্ত্রী সমালোচনা গ্রহণ করেন।  


স্বাস্থ্য মন্ত্রণালয়ে বাজেট বরাদ্দ বৃদ্ধিরও আহ্বান জানান তিনি

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top