হতে পারেন তিনি
এবারের বর্ষসেরা
ফুটবলার। কিন্তু
ক্রিশ্চিয়ানো রোনালদোকে একজনের দুরন্ত ফুটবল
স্কিলের বিষয়ে
সজাগ থাকতেই
হবে। যখন
তখন সিআর
সেভেনকে পেছনে
ফেলে দিতে
পারেন তিনি।
তাঁর ভক্ত
সংখ্যাও নেহাত
কম নয়।
তাঁর নাম?
ক্রিশ্চিয়ানো জুনিয়র।
একেই বোধ হয়
বলে ‘বাপ
কা বেটা।’
পর্তুগীজ স্ট্রাইকারকে
বল পায়ে
টক্কর দিতে
এখন থেকেই
তৈরি হচ্ছেন
মিস্টার জুনিয়র।
নতুন মৌসুম
শুরুর আগে
ছেলের সঙ্গে
বাহামাসে ছুটি
কাটাচ্ছেন রিয়াল তারকা।
বাহামাসের সমুদ্র সৈকতে
‘বেয়ার বডি’র রোনালদোকে
দেখতে যত
না ভিড়,
তার চেয়ে
বেশি ভিড়
৫ বছরের
জুনিয়রের বল নিয়ে পায়ের জাদু
দেখতে। সেই
তালিকায় সুন্দরী
নারীরাও রয়েছেন।
ছেলের স্টপওভার,
ফ্লিক্স দেখে
মুগ্ধ বাবাও।
সৈকতে তিন
নারীর সঙ্গে
বাবা ও
ছেলেকে গল্পে
মজতেও দেখা
গেল।