১। কোন দেশে ৭ থেকে ১৮ বছর বয়সীদের অপরাধমূলক কর্মকাণ্ড কিশোর অপরাধ হিসেবে বিবেচিত হয়?
ক. থাইল্যান্ডে খ. বাংলাদেশে
খ. জাপানে ঘ. ভারতে
২। কোন দেশে ১৪ থেকে ২০ বছর বয়সের কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড কিশোর অপরাধ হিসেবে বিবেচিত?
ক. পাকিস্তানে খ. থাইল্যান্ডে
গ. বাংলাদেশে ঘ. জাপানে
৩। বাংলাদেশে কিশোর অপরাধের সবচেয়ে বড় কারণ কী?
ক. দরিদ্রতা
খ. শিক্ষার অভাব
গ. আইনশৃঙ্খলার অবনতি
ঘ. উদাসীনতা
৪। কোন উপজাতীয়গোষ্ঠী মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্গত নয়?
ক. মারমা খ. সাঁওতাল
গ. মাহালি ঘ. রাখাইন
৫। বাংলাদেশের উত্তর-পশ্চিমের জেলা কোনটি?
ক. রাঙামাটি খ. রাজশাহী
গ. সিলেট ঘ. কক্সবাজার
৬। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশের জেলা কোনটি?
ক. সিলেট খ. বগুড়া
ঘ. বান্দরবান ঘ. পটুয়াখালী
৭। দেশের দক্ষিণ-পূর্বাংশে কোন উপজাতীয় লোক বেশি বাস করে?
ক. সাঁওতাল খ. রাখাইন
গ. মণিপুরি ঘ. চাকমা
৮। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে কোন উপজাতীয় লোক বেশি বাস করে?
ক. সাঁওতাল খ. রাখাইন
গ. মারমা ঘ. গারো
৯। খাসিয়া ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোথায় বাস করে?
ক. রংপুর খ. সিলেট
গ. টাঙ্গাইল ঘ. বরগুনা
১০। রাখাইন উপজাতীয় জনগোষ্ঠী কোন অঞ্চলে বাস করে?
ক. রংপুর খ. সিলেট
গ. টাঙ্গাইল ঘ. বরগুনা
১১। বাংলাদেশ ছাড়াও ভারতের কোন অঞ্চলে চাকমাদের দেখা যায়?
ক. ত্রিপুরা খ. মিজোরাম
গ. অরুণাচল ঘ. সবগুলো
১২। চাকমারা কোন ধর্মাবলম্বী?
ক. ইসলাম খ. হিন্দু
গ. খ্রিস্টান ঘ. বৌদ্ধ
১৩। বাংলাদেশের শতকরা কত ভাগ জমি পাহাড়ি অঞ্চল?
ক. ৫ ভাগ খ. ১০ ভাগ
গ. ১৫ ভাগ ঘ. ২০ ভাগ
১৪। বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ কত?
ক. ২৪,৯৩৮ বর্গকিলোমিটার
খ. ৪২,৮৩৯ বর্গকিলোমিটার
গ. ৪২,৯৩৮ বর্গকিলোমিটার
ঘ. ৪২,৮৩৯ বর্গকিলোমিটার
১৫। আদমজী পাটকল প্রতিষ্ঠিত হয়-
ক. ১৯৪১ সালে খ. ১৯৫১ সালে
গ. ১৯৬১ সালে ঘ. ১৯৬৯ সালে
১৬। আদমজী পাটকল কোথায় অবস্থিত?
ক. রাজশাহী খ. গাজীপুর
গ. নারায়ণগঞ্জ ঘ. চট্টগ্রাম
১৭। ফেঞ্চুগঞ্জ সার কারখানায় জ্বালানি হিসেবে কী ব্যবহৃত হয়?
ক. কয়লা খ. জ্বালানি তেল
গ. প্রাকৃতিক গ্যাস ঘ. ডিজেল
১৮। ছাতকে বাংলাদেশের প্রথম সিমেন্ট কারখানা কবে স্থাপিত হয়?
ক. ১৯৩০ সালে খ. ১৯৪০ সালে
গ. ১৯৫০ সালে ঘ. ১৯৫৪ সালে
১৯। 'লিগ অব নেশনস' কবে গঠিত হয়?
ক. ১৯১৮ সালে খ. ১৯২০ সালে
গ. ১৯৩৯ সালে ঘ. ১৯২১ সালে
২০। জাতিসংঘ দিবস কত তারিখ?
ক. ২৪ জুন খ. ১৪ অক্টোবর
গ. ২৪ অক্টোবর ঘ. ২৪ নভেম্বর
২১। জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা কত ছিল?
ক. ৪০ খ. ৫০ গ. ৬০ ঘ. ৬৫
২২। জাতিসংঘের বর্তমান সদস্য রাষ্ট্র কয়টি?
ক. ১৯১টি খ. ১৯২টি
গ. ১৯৩টি ঘ. ১৯৪টি
২৩। জাতিসংঘের অঙ্গ সংস্থা কয়টি?
ক. ৪টি খ. ৫টি
গ. ৬টি ঘ. ৭টি
২৪। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. প্যারিস খ. লন্ডন
গ. নিউ ইয়র্ক ঘ. ওয়াশিংটন ডিসি
২৫। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য কতজন?
ক. ৩৪ জন খ. ৪৫ জন
গ. ৫৪ জন ঘ. ৬৪ জন
২৬। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. হেগ খ. প্যারিস
গ. লন্ডন ঘ. জেনেভা
২৭। জাতিসংঘের মহাসচিব কত বছরের জন্য নির্বাচিত হন?
ক. তিন বছর খ. চার বছর
গ. পাঁচ বছর ঘ. ছয় বছর
২৮। ইউনেসকো কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৪৪ সালে খ. ১৯৪৫ সালে
গ. ১৯৪৬ সালে ঘ. ১৯৪৭ সালে
২৯। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সাহায্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগ চালু করা হয়েছে?
ক. রাষ্ট্রবিজ্ঞান
খ. পপুলেশন সায়েন্স
গ. শান্তি ও সংঘর্ষ
ঘ. লোকপ্রশাসন
৩০। 'ন্যাম' গঠিত হয়-
ক. ১৯৫১ সালে খ. ১৯৫৭ সালে
গ. ১৯৬০ সালে ঘ. ১৯৬১ সালে
৩১। ন্যাম গঠনে ভারতের কোন প্রধানমন্ত্রী ভূমিকা রাখেন?
ক. জওহরলাল নেহরু
খ. আবদুল নাসের
গ. মার্শাল টিটো
ঘ. মহাত্মা গান্ধী
৩২। ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
ক. ব্রাসেলসে খ. জেনেভায়
গ. স্টকহোমে ঘ.প্যারিসে
৩৩। আসিয়ানের সদস্যরাষ্ট্র কয়টি?
ক. ১৫টি খ. ১০টি
গ. ৮টি ঘ. ৭টি
৩৪। বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য হলো-
i. গণসার্বভৌমত্ব
ii. সর্বজনীন ভোটাধিকার
iii. যুক্তরাষ্ট্রীয় গণতন্ত্র
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৫। গণতন্ত্রের জন্য আবশ্যক বিষয় হলো-
i. নির্বাচন
ii. রাজনৈতিক দল
iii. শিক্ষা বিস্তার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তরগুলো মিলিয়ে নাও
১. ক ২. ঘ ৩. ক ৪. খ ৫. খ ৬. ঘ ৭. গ ৮. ক ৯. খ ১০. ঘ ১১. ঘ ১২. ঘ ১৩. খ ১৪. গ ১৫. খ ১৬. গ ১৭. গ ১৮. খ ১৯. খ ২০. গ ২১. খ ২২. গ ২৩. গ ২৪. গ ২৫. গ ২৬. ক ২৭. গ ২৮. গ ২৯. খ ৩০. ঘ ৩১. ক ৩২. ক ৩৩. খ ৩৪. ক ৩৫. ঘ