অষ্টম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

S M Ashraful Azom


১। কোন দেশে থেকে ১৮ বছর বয়সীদের অপরাধমূলক কর্মকাণ্ড কিশোর অপরাধ হিসেবে বিবেচিত হয়?
. থাইল্যান্ডে . বাংলাদেশে
. জাপানে . ভারতে
২। কোন দেশে ১৪ থেকে ২০ বছর বয়সের কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড কিশোর অপরাধ হিসেবে বিবেচিত?
. পাকিস্তানে . থাইল্যান্ডে
. বাংলাদেশে . জাপানে
৩। বাংলাদেশে কিশোর অপরাধের সবচেয়ে বড় কারণ কী?
. দরিদ্রতা
. শিক্ষার অভাব
. আইনশৃঙ্খলার অবনতি
. উদাসীনতা
৪। কোন উপজাতীয়গোষ্ঠী মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্গত নয়?
. মারমা . সাঁওতাল
. মাহালি . রাখাইন
৫। বাংলাদেশের উত্তর-পশ্চিমের জেলা কোনটি?
. রাঙামাটি . রাজশাহী
. সিলেট . কক্সবাজার
৬। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশের জেলা কোনটি?
. সিলেট . বগুড়া
. বান্দরবান . পটুয়াখালী
৭। দেশের দক্ষিণ-পূর্বাংশে কোন উপজাতীয় লোক বেশি বাস করে?
. সাঁওতাল . রাখাইন
. মণিপুরি . চাকমা
৮। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে কোন উপজাতীয় লোক বেশি বাস করে?
. সাঁওতাল . রাখাইন
. মারমা . গারো
৯। খাসিয়া ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোথায় বাস করে?
. রংপুর . সিলেট
. টাঙ্গাইল . বরগুনা
১০। রাখাইন উপজাতীয় জনগোষ্ঠী কোন অঞ্চলে বাস করে?
. রংপুর . সিলেট
. টাঙ্গাইল . বরগুনা
১১। বাংলাদেশ ছাড়াও ভারতের কোন অঞ্চলে চাকমাদের দেখা যায়?
. ত্রিপুরা . মিজোরাম
. অরুণাচল . সবগুলো
১২। চাকমারা কোন ধর্মাবলম্বী?
. ইসলাম . হিন্দু
. খ্রিস্টান . বৌদ্ধ
১৩। বাংলাদেশের শতকরা কত ভাগ জমি পাহাড়ি অঞ্চল?
. ভাগ . ১০ ভাগ
. ১৫ ভাগ . ২০ ভাগ
১৪। বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ কত?
. ২৪,৯৩৮ বর্গকিলোমিটার
. ৪২,৮৩৯ বর্গকিলোমিটার
. ৪২,৯৩৮ বর্গকিলোমিটার
. ৪২,৮৩৯ বর্গকিলোমিটার
১৫। আদমজী পাটকল প্রতিষ্ঠিত হয়-
. ১৯৪১ সালে . ১৯৫১ সালে
. ১৯৬১ সালে . ১৯৬৯ সালে
১৬। আদমজী পাটকল কোথায় অবস্থিত?
. রাজশাহী . গাজীপুর
. নারায়ণগঞ্জ . চট্টগ্রাম
১৭। ফেঞ্চুগঞ্জ সার কারখানায় জ্বালানি হিসেবে কী ব্যবহৃত হয়?
. কয়লা . জ্বালানি তেল
. প্রাকৃতিক গ্যাস . ডিজেল
১৮। ছাতকে বাংলাদেশের প্রথম সিমেন্ট কারখানা কবে স্থাপিত হয়?
. ১৯৩০ সালে . ১৯৪০ সালে
. ১৯৫০ সালে . ১৯৫৪ সালে
১৯। 'লিগ অব নেশনস' কবে গঠিত হয়?
. ১৯১৮ সালে . ১৯২০ সালে
. ১৯৩৯ সালে . ১৯২১ সালে
২০। জাতিসংঘ দিবস কত তারিখ?
. ২৪ জুন . ১৪ অক্টোবর
. ২৪ অক্টোবর . ২৪ নভেম্বর
২১। জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা কত ছিল?
. ৪০ . ৫০ . ৬০ . ৬৫
২২। জাতিসংঘের বর্তমান সদস্য রাষ্ট্র কয়টি?
. ১৯১টি . ১৯২টি
. ১৯৩টি . ১৯৪টি
২৩। জাতিসংঘের অঙ্গ সংস্থা কয়টি?
. ৪টি . ৫টি
. ৬টি . ৭টি
২৪। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
. প্যারিস . লন্ডন
. নিউ ইয়র্ক . ওয়াশিংটন ডিসি
২৫। অর্থনৈতিক সামাজিক পরিষদের সদস্য কতজন?
. ৩৪ জন . ৪৫ জন
. ৫৪ জন . ৬৪ জন
২৬। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত?
. হেগ . প্যারিস
. লন্ডন . জেনেভা
২৭। জাতিসংঘের মহাসচিব কত বছরের জন্য নির্বাচিত হন?
. তিন বছর . চার বছর
. পাঁচ বছর . ছয় বছর
২৮। ইউনেসকো কত সালে প্রতিষ্ঠিত হয়?
. ১৯৪৪ সালে . ১৯৪৫ সালে
. ১৯৪৬ সালে . ১৯৪৭ সালে
২৯। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সাহায্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগ চালু করা হয়েছে?
. রাষ্ট্রবিজ্ঞান
. পপুলেশন সায়েন্স
. শান্তি সংঘর্ষ
. লোকপ্রশাসন
৩০। 'ন্যাম' গঠিত হয়-
. ১৯৫১ সালে . ১৯৫৭ সালে
. ১৯৬০ সালে . ১৯৬১ সালে
৩১। ন্যাম গঠনে ভারতের কোন প্রধানমন্ত্রী ভূমিকা রাখেন?
. জওহরলাল নেহরু
. আবদুল নাসের
. মার্শাল টিটো
. মহাত্মা গান্ধী
৩২। ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
. ব্রাসেলসে . জেনেভায়
. স্টকহোমে .প্যারিসে
৩৩। আসিয়ানের সদস্যরাষ্ট্র কয়টি?
. ১৫টি . ১০টি
. ৮টি . ৭টি
৩৪। বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য হলো-
i. গণসার্বভৌমত্ব
ii. সর্বজনীন ভোটাধিকার
iii. যুক্তরাষ্ট্রীয় গণতন্ত্র
নিচের কোনটি সঠিক?
. i ii . i iii
. ii iii . i, ii iii
৩৫। গণতন্ত্রের জন্য আবশ্যক বিষয় হলো-
i. নির্বাচন
ii. রাজনৈতিক দল
iii. শিক্ষা বিস্তার
নিচের কোনটি সঠিক?
. i ii . i iii
. ii iii . i, ii iii
উত্তরগুলো মিলিয়ে নাও
. . . . . . . . . ১০. ১১. ১২. ১৩. ১৪. ১৫. ১৬. ১৭. ১৮. ১৯. ২০. ২১. ২২. ২৩. ২৪. ২৫. ২৬. ২৭. ২৮. ২৯. ৩০. ৩১. ৩২. ৩৩. ৩৪. ৩৫.

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top