জেলার
রামগড় উপজেলায় অস্ত্র, মাদকদ্রব্যসহ এক যুবক গ্রেফতার হয়েছেন। শনিবার
দুপুরে রামগড় পৌরসভার দক্ষিণ গর্জনতলী গ্রামের বাসায় অভিযান চালিয়ে নুরুল
আলম মজুমদার প্রকাশ আলম বৈদ্যকে (৩৩) গ্রেফতার করা হয়।
তার
ঘরে তল্লাশি চালিয়ে ১০০টি ছোঁড়রাগুলিসহ একটি এয়ারগান, চাপাতি, দুটি ধামা
দা, ৫টি চাকু, পাঁচ শ গ্রাম গাঁজা, ১০পিস ইয়াবা ট্যাবলেট, কয়েকটি খালি
বিদেশী মদের বোতল ও তন্ত্রমন্ত্রের কাজে ব্যবহৃত হাড়গোড় ইত্যাদি উদ্ধার করা
হয়।
আলম বৈদ্য’র দাবি, তিনি স্থানীয় কয়েকজন জামায়াত-বিএনপি নেতা-কর্মীর ষড়যন্ত্রের শিকার।
রামগড়
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান জানান, আলম বৈদ্যের
বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও তন্ত্রমন্ত্রের চিকিৎসার নামে
মানুষের সাথে প্রতারণা করার অভিযোগ রয়েছে।