জুলাই থেকে সরকারি চাকুরিজীবীদের জন্য নতুন বেতন কমিশন

S M Ashraful Azom
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী বছরের জুলাই মাস থেকে সরকারি চাকুরিজীবীদের জন্য নতুন বেতন কমিশন কার্যকর করা হবে বলে জানিয়েছেন। মঙ্গলবার সচিবালয়ে সাধারণ বিমা করপোরেশনের লভ্যাংশ হস্তান্তরের পরে অর্থমন্ত্রী এ কথা বলেন।
বেতন কমিশন কার্যকর করার ব্যাপারে মন্ত্রী বলেন, ‘আগামী ডিসেম্বরে নতুন বেতন কমিশনবিষয়ক প্রতিবেদন পাব। সর্বোচ্চ দেরি হলে কার্যকর হতে জুলাই মাস পর্যন্ত সময় লাগবে।’
আগামী জানুয়ারি মাস থেকে বেতন কমিশন বাস্তবায়নের কথা শোনা গিয়েছিল—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমি জানি না।’ তবে ডিসেম্বর মাসে প্রতিবেদন পাওয়ার পর কাজ শুরু হবে।
বিমা করপোরেশনের চেয়ারম্যান শামসুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম অর্থমন্ত্রীর কাছে ২০ কোটি টাকার চেক হস্তান্তর করেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top