নিউজিল্যান্ডের প্রথম নাকি অস্ট্রেলিয়ার পঞ্চম?

S M Ashraful Azom
 নিউজিল্যান্ডের প্রথম নাকি অস্ট্রেলিয়ার পঞ্চম। এ প্রশ্ন এখন ক্রিকেট বিশ্বে। কে হাসবেন শেষ হাসি- ব্রেন্ডন ম্যাককালাম নাকি মাইকেল ক্লার্ক। কোন দলের ঘরে যাচ্ছে ১১তম বিশ্বকাপের শিরোপা? এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড; কে ফেবারিট? আর কেই-বা আন্ডারডগ? ক্রিকেট বিশ্লেষকরা কাগজে-কলমে হিসাবে মেলাতে হিমশিম খাচ্ছেন! তাসমান সাগর পাড়ের কোন দেশে উঠবে ক্রিকেট শাসকের মুকুট? এ প্রশ্নের উত্তর মিলবে আজ রোববার (২৯ মার্চ)। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে ২০১৫ বিশ্বকাপের সমাপনী অর্থাৎ ফাইনাল ম্যাচ। যে দলই বিশ্বকাপ শিরোপায় চুমু খাবে- তা হবে ইতিহাস। অস্ট্রেলিয়া জিতলে অন্য এক উচ্চতায় পৌঁছাবে তারা। পাঁচবার বিশ্বকাপ জয়ের অনন্য কীর্তি স্থাপন করবে ক্লার্ক বাহিনী। আর নিউজিল্যান্ড জয়লাভ করলে নতুন বিশ্বচ্যাম্পিয়নকে পাবে ক্রিকেট বিশ্ব।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ:
ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন, রস টেইলর, গ্র্যান্ট এলিয়ট, কোরি এন্ডারসন, লুক রঞ্চি (উইকেটরক্ষক), ড্যানিয়েল ভেট্টরি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ:
অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মাইকেল ক্লার্ক (অধিনায়ক), শেন ওয়াটসন, গ্লেন ম্যাক্সওয়েল, ব্র্যাড হাডিন (উইকেটরক্ষক), জেমস ফকনার, মিচেল জনসন, মিচেল স্টার্ক ও জস হেইজলউড।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top