এরশাদের বক্তব্যে রওশনের দুঃখ প্রকাশ

S M Ashraful Azom


নারীকে শোপিস হিসাবে উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দেয়া বক্তব্যে নারী সাংসদদের সমালোচনার পর দুঃখপ্রকাশ করেছেন বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরাশাদ।

সোমবার দশম জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনে সোমবার ২০১৫-১৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এরশাদ বলেন, ‘আমরা কথায় কথায় বলি, আমাদের প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, সংসদ উপনেতা নারী, বিরোধীদলীয় নেত্রী নারী। কিন্তু এরা তো শোপিস। বাইরে কিন্তু এই অবস্থা নেই। বাইরে নারীরা অসহায়।নারীদের সম্পর্কে এমন মন্তব্যের পর পরই সংসদে উপস্থিত নারী সদস্যরা এর প্রতিবাদ শুরু করেন।

এরশাদের বক্তব্য শেষ হলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, নারীর ক্ষমতায়ন নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মাননীয় সদস্য যে সব অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন সেগুলো এক্সপাঞ্জ করা হলো।

পরবর্তীতে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ নিজের বক্তৃতার সময় হুসেইন মুহম্মদ এরশাদের বক্তব্যের জন্য দু: প্রকাশ করে বলেন, আমি আন্তরিকভাবে দু: প্রকাশ করছি। হয়তো বক্তব্যের শব্দ চয়ন ঠিক ছিলো না।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top