রাজশাহীতে অটোরিকশার চাকায়
ওড়না পেঁচিয়ে
ময়ুরী খাতুন
(১৩) নামে
এক কিশোরীর
মৃত্যু হয়েছে।
রবিবার দুপুর ১২টার
দিকে নগরীর
আরডিএ মার্কেটের
সামনে এ
দুর্ঘটনা ঘটে।
নিহত ময়ুরী মোহনপুর
উপজেলার হাটরা
গ্রামের মুকুল
হোসেনের মেয়ে।
সে নগরীর
বোয়ালিয়া মডেল
থানার ওয়্যারলেস
অপারেটর মুঞ্জুরুল
ইসলামের বাড়ির
গৃহপরিচারিকা হিসাবে কাজ করতো।
এ বিষয়ে গৃহকর্তা
মঞ্জরুল ইসলাম
জানান, কিছুদিন
আগে মোহনপুরের
হাটরা থেকে
ময়ুরীকে বাড়ির
কাজের জন্য
আনা হয়।
সকালে তার
স্ত্রী ঈদের
কেনাকাটা করার
জন্য একটি
অটোরিকশায় করে ময়ুরীকে নিয়ে বের
হন।
অটোরিকশাটি নগরীর আরডিএ
মার্কেটের সামনে পৌঁছামাত্র ময়ুরীর ওড়না
চাকার সঙ্গে
জড়িয়ে যায়।
বোয়ালিয়া মডেল থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন
জানান, গুরুতর
আহত অবস্থায়
ময়ুরীকে রাজশাহী
মেডিকেল কলেজ
হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক
তাকে মৃত
ঘোষণা করেন।