সমস্যা সমাধানে সাপোর্টিং অ্যাপস

S M Ashraful Azom
‘অ্যানামেল বিডি’—জুবায়ের, সাইফুল, আসিফ, সজীব আর মাসুমের এক স্বপ্নের নাম। এই কয়েক তরুণের স্বপ্নের স্টার্ট আপ আইটি ফার্ম এটি। আমাদের চারদিকের সমস্যাগুলোকে কিভাবে দূরীভূত করা যায় সেটাই যেন ধ্যান-জ্ঞান তাদের। সমস্যা যতই ছোট হোক তা সঠিকভাবে সমাধান করার মধ্যেই সার্থকতা। যেমন ধরা যাক আইনি কোনো সমস্যা। নারী নির্যাতন, প্রতারণা কিংবা কোনো পরিস্থিতির শিকার আপনি। কী করবেন এ মুহূর্তে? কাকে বলবেন! কোথায় যাবেন! ঠিক এমন কিছু সমস্যার সমাধান নিয়েই ‘অ্যানামেল বিডি’ তৈরি করল একটি অ্যাপ। ‘ল সাপোর্ট’ নামে আইনি সেবার অ্যান্ড্রয়েড অ্যাপ। এই মোবাইল অ্যাপ্লিকেশনটি সারাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ঢাকা ইউনিভার্সিটি আয়োজিত ‘ন্যাশনাল আইটি ফেস্ট ২০১৪’-এ চ্যাম্পিয়নও হয় অ্যাপটি। নির্যাতনের শিকার হলে কী করবেন? কিভাবে উকিলের সাথে কথা বলা যায় কিংবা আশপাশের পুলিশ থানার অবস্থান সবই জানা যাবে অ্যাপটির মাধ্যমে! এর ফলে মানুষ দিন দিন আরও সচেতন হয়ে উঠবে আর নির্যাতনের হারও কমে আসবে।
 
বর্তমানে আমাদের দেশের অন্যতম আরেকটি সমস্যা হলো শেয়ার বাজার। আমাদের দেশে শেয়ার বাজারে অনেকেই না বুঝে ইনভেস্ট করে এখন দেউলিয়া হওয়ার পথে! শেয়ার বাজার কোনো খেলা নয়। অনেক হিসাব-নিকাশ আর দূরদর্শিতার দরকার হয় শেয়ার বাজারে। কিন্তু দেশে শেয়ার বাজারের ওয়েব সাইটে একসাথে এত সময় দম বন্ধ করে তাকিয়ে থাকা, অ্যানালাইসিস করা, শেয়ারের দামের উঠা নামা, বিক্রির তোড়জোর করা—সব কিছু একসাথে সামলানো অনেকের পক্ষেই বেশ কষ্টকর। তাই তো তারা বেশ সুন্দর এক অ্যাপ তৈরি করল শেয়ার বাজারকে আরও সহজ করার জন্য। ‘ডিএসই অ্যালার্ম’ নামক মোবাইল অ্যাপ্লিকেশনটি বেশ কাজের। এই মোবাইল অ্যাপটি অ্যালার্ম আর নোটিফিকেশনের মাধ্যমে শেয়ার ব্যবসায়ীদেরকে জানিয়ে দেবে সবকিছু। শেয়ারের দাম জানতে সারাদিন মনিটরে চোখ না রেখে অ্যাপটিকে শুধু বলে দিতে হবে কোন শেয়ার কত দামে কিনতে বা বিক্রি করতে আগ্রহী। পোর্টফলিও ক্যালকুলেটরসহ বেশকিছু প্রয়োজনীয় ফিচারও যোগ করা হয়েছে অ্যাপটির পরবর্তী ভার্সনে। মাত্র দুই-তিন সপ্তাহে এই মোবাইল অ্যাপটি ব্যাপক সাড়া তৈরি করেছে শেয়ার ব্যবসায়ীদের মাঝে। গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করা যাবে এই মোবাইল অ্যাপ্লিকেশনটি। ডাউনলোড লিঙ্ক: http://bit.ly/1Pas6iO

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top