সংসার ভাঙলো রিচি সোলায়মানের

S M Ashraful Azom
তাদের আলাদা জীবন অনেকদিন ধরেই চলছিল। এ নিয়ে দেশীয় মিডিয়ায় যখন খবর প্রচার হচ্ছিল তখন রিচি তা মিথ্যে বলে প্রমানের জন্য বারবার মিডিয়াকে ভুল বলছিলেন। কিন্তু নির্ভরযোগ্য সূত্রেই যে খবর প্রকাশ হয় তা আবারও প্রমান হলো। সংসার ভাঙলো রিচির।

বেশ ঘটা করেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী রিচি সোলায়মান ও আমেরিকা প্রবাসী বাঙালি রাসেক মালিক। বিয়ের পর ভালোই কাটছিলো এই দম্পতির সংসার। রিচিও অভিনয় ছেড়ে পাড়ি জমিয়েছিলেন স্বামীর কাছে। আমেরিকা থেকে যাওয়া আসার মধ্যে ছিলেন তিনি।

এক পুত্র সন্তানের মাও হন এই অভিনেত্রী। কিন্তু বিয়ের বছর দুই পার হতে না হতেই রিচি-রাসেকের সম্পর্কে ফাটল ধরে। সংবাদপত্র ও মিডিয়ার বরাতে অনেক গুঞ্জনই ভাসতে থাকে। এসব তো পুরনো খবর। নতুন খবর হলো সম্প্রতি একাধিক মিডিয়ায় ইমেল বার্তার মাধ্যমে রিচির স্বামী রাসেক মালিক জানান, তিনি রিচিকে তালাক দিতে যাচ্ছেন। এ বিষয়ে তাকে ফিরতি মেইল করা হলে রাসেক তার কোন জবাব দেননি। রাসেক তার ইমেল বার্তায় অভিনেত্রী রিচি সম্পর্কে অনেক বাজে এবং অশ্লীল বক্তব্য পাঠান যা প্রকাশের যোগ্য নয়।

এদিকে রিচি বর্তমানে ঢাকাতে তার সন্তানকে নিয়ে মায়ের বাসায় বসবাস করছেন। বর্তমানে তিনি ঈদের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত। তালক বিষয়ে রিচি বলেন, ‘আমিও শুনেছি রাসেক অশ্লীল ভাষায় গালাগালি করে বিভিন্ন সংবাদ মাধ্যমে একটি মেইল পাঠিয়েছে। একজন মানুষ কতটা খারাপ হলে তার স্ত্রীকে নিয়ে এমন বাজে কথা বলতে পারে এটা সবার বোঝা উচিৎ। অনেক নিমর্ম সত্য আছে যা আমি সময় হলেই প্রকাশ করবো। তার বিষয়ে আমার কিছুই বলার নেই।’

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top