বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে এবং স্পেনের রাষ্ট্রদূত এডুয়াডো ডি লেইগ্লেসিয়া ওয়াই ডেল রোসাল রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে বৃহস্পতিবার তাদের নিজ নিজ পরিচয়পত্র পেশ করেন। জাপান এবং স্পেনের দূতাবাস থেকে বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে বার্তা পাঠিয়ে এই তথ্য জানান হয়। জানা গেছে, বঙ্গভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে এবং স্পেনের রাষ্ট্রদূত এডুয়াডো ডি লেইগ্লেসিয়া ওয়াই ডেল রোসাল পরিচয়পত্র পেশ করেন। জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবেকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে তার দেশের সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং এ সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ জাপানের রাষ্ট্রদূতকে জানান, বাংলাদেশ সরকার জাপানের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পদক্ষেপ নিয়েছে। পরস্পরের স্বার্থে বাংলাদেশে বিনিয়োগের জন্য রাষ্ট্রপতি জাপানের বিনিয়োগকারীদের প্রতি আহবান জানান। আবদুল হামিদ বলেন, বাংলাদেশ জাপানকে তার উন্নয়নের অংশদার হিসেবে বিবেচনা করে। গত বছর দুই দেশের প্রধানমন্ত্রীর সফর বিনিময়ের কথা উল্লেখ করে তিনি বলেন, এর ফলে উভয় দেশের সম্পর্ক জোরদারে সহায়ক হয়েছে। বাংলাদেশে আর্থ-সামাজিক উন্নয়নে জাপানের সমর্থন অব্যাহত থাকবে বলে মাসাতো ওয়াতানাবে রাষ্ট্রপতিকে আশ্বস্ত করেন। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব প্রকল্প যথাযথভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এদিকে, স্পেনের রাষ্ট্রদূত এডুয়াডো ডি লেইগ্লেসিয়া ওয়াই ডেল রোসাল রাষ্ট্রপতি আবদুল হামিদকে বলেন, বাংলাদেশ ও স্পেন বহু ক্ষেত্রে সহযোগিতা বিনিময় করছে। এ সহযোগিতা আরো সম্প্রসারণে স্পেনের রাষ্ট্রদূত দুই দেশের ব্যবসায়ী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সফর বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেন।