সৌম্য ব্যাটসম্যানদের র্যাংঙ্কিংয়ে আগে ছিলেন ৫১তে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর তিনি উঠে এসেছেন সেরা ১৫তে! ১৪১ পয়েন্ট বেড়ে তাঁর রেটিং এখন ৬৭১। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে এর চেয়ে বেশি রেটিং ছিল শুধু সাকিবের। ২০১২ সালে এশিয়া কাপের পর সাকিবের ছিল ৬৮৩ রেটিং। তামিম এক ধাপ পিছিয়ে অবস্থান করছেন ২৯ নম্বরে। ৫ পয়েন্ট কমে তাঁর রেটিং এখন ৬১০। ব্যাটিংয়ে সাকিব আগের অবস্থানেই আছেন, ৩১ নম্বরে। তবে ৬ পয়েন্ট বেড়ে তাঁর রেটিং এখন ৬০৬। এক ধাপ এগিয়ে নাসির অবস্থান করছেন ৩৭ নম্বরে। এক পয়েন্ট বেড়ে তাঁর রেটিং এখন ৫৭০। মাহমুদউল্লাহ রিয়াদ ৫ ধাপ এগিয়ে অবস্থান করছেন ৫১ নম্বরে। ৪ পয়েন্ট বেড়ে তাঁর রেটিং এখন ৫৪১। সাব্বির ৩ ধাপ পিছিয়ে অবস্থান করছেন ৯১ নম্বরে। ১২ পয়েন্ট কমে তাঁর রেটিং এখন ৪২২।