গবেষকেরা কাঠ থেকে এমন কম্পিউটার চিপ তৈরি করেছেন যা তারহীন যোগাযোগের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে। সহজে পচনশীল বলে এই চিপ পরিবেশবান্ধবও। মার্কিন গবেষকেরা বর্তমানে এই চিপের উন্নয়নে কাজ করছেন। খবর প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের। গবেষকেরা দাবি করেছেন, বিশেষ ধরনের কাগজ দিয়ে তৈরি নতুন চিপ ইলেকট্রনিক বর্জ্য নিয়ে বৈশ্বিক সমস্যার সমাধান হতে পারে। ইলেকট্রনিক বর্জ্যে বিষাক্ত উপাদান থাকায় তা মানুষের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাঁরা কাঠের উপাদান থেকে তৈরি করা ন্যানো সেলুলোজ কাগজ তৈরি করেছেন যা দেখতে স্বচ্ছ। নমনীয় ইলেকট্রনিকসের পৃষ্ঠ হিসেবে এই কাগজ প্লাস্টিকের বিকল্প হতে পারে। গবেষণায় নেতৃত্ব দেন উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের জেনকুইং মা। তিনি বলেন, প্রচলিত পদ্ধতিতে ইলেকট্রনিকসের জন্য চিপ তৈরিতে সিলিকন ব্যবহৃত হয়। কাঠের উপাদান থেকে চিপ তৈরির প্রক্রিয়াটি অনেকটাই সিলিকন চিপ তৈরির মতো। তবে যে ওয়েফারের ওপর চিপ তৈরি হয় তা থেকে যন্ত্রাংশগুলো উঠিয়ে নিতে রাবার স্ট্যাম্প ব্যবহার করা হয়। এরপর ওই যন্ত্রাংশগুলো ন্যানো সেলুলোজের পৃষ্ঠে বসানো হয়। গবেষকেরা দাবি করেছেন, কাঠের তৈরি উপাদান ব্যবহার করলেও চিপের পারফরম্যান্স কমে না। রেডিও ফ্রিকোয়েন্সি সার্কিটে সাহায্যকারী স্তর হিসেবে এই ন্যানো সেলুলোজ ব্যবহার করেও সফল হয়েছেন তাঁরা। স্মার্টফোন ও ট্যাবলেটে এ ধরনের সার্কিট ব্যবহার করা হয়। এ ধরনের চিপকে সাধারণ ফাঙ্গাস ব্যবহার করে সহজেই ভেঙে ফেলা সম্ভব বলে তা পরিবেশবান্ধব। গবেষকেরা এই চিপ বাজারে ছাড়ার চিন্তাভাবনা করছেন।