জাল স্ট্যাম্প তৈরির অভিযোগে রাজধানীর পল্টন ও সাভারের আশুলিয়া থেকে দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার রাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কাজী তোফায়েল ও নাসির উদ্দিন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, দুইজনের কাছ থেকে ২৫ লাখ টাকা মূল্যমানের জাল রেভিনিউ স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। এর আগেও পুলিশের হাতে আটক হয়েছিলেন।