সপ্তাহ শেষে বাহুবলির ২৫৫ কোটি

S M Ashraful Azom
সপ্তাহ শেষেও অব্যাহত রয়েছে এসএস রাজামৌলি পরিচালিত বাহুবলি সিনেমার বক্স অফিসে বিজয় রথ। দুটি অংশে বিভক্ত সিনেমাটির প্রথম অংশ বাহুবলি-দ্য বিগিনিং প্রথম সাত দিনে আয় করেছে ২৫৫ কোটি রুপি। এর আগে গত ১০ জুলাই ভারতজুড়ে প্রায় ৪ হাজার পর্দায় বাহুবলি সিনেমাটি মুক্তি দেওয়া হয়। মুক্তির পর থেকেই একের পর এক নতুন রেকর্ড তৈরি করছে সিনেমাটি। প্রথম দিনে সিনেমাটি আয় করে প্রায় ৬০ কোটি রুপি। যা ভারতের ইতিহাসে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের নতুন রেকর্ড। প্রথম দিনের আয়ের দিক থেকে বাহুবলি ভেঙ্গেছে শাহরুখ খানের হ্যাপি নিউ ইয়ার এবং আমির খানের ধুম থ্রি-এর রেকর্ড। চারটি ভাষায় (তেলেগু, তামিল, হিন্দি, মালায়ালাম) মুক্তিপ্রাপ্ত বাহুবলি-দ্য বিগিনিং বিশ্বব্যাপী আয় করেছেন মোট ২৫৫ কোটি রুপি। পাশাপাশি সিনেমাটির নিট আয় ১৮৫.৬৯ কোটি রুপি। মাত্র দুই দিনে একশ কোটি এবং চার দিনে দুইশ কোটির কোটাতে পৌঁছায় সিনেমাটি। বাহুবলি দ্য বিগিনিং এবং দ্য কনক্লুসন দুটি অংশ তৈরি করতে ব্যয় হয়েছে ২৫০ কোটি রুপি। এরমধ্যে বাহুবলি-দ্য বিগিনিং মুক্তি পায় ১০ জুলাই। অপরদিকে বাহুবলি-দ্য কনক্লুসন মুক্তি পাবে আগামী বছর। বাহুবলি-দ্য বিগিনিং সিনেমাটির স্বত্ব বিক্রি করা হয় রেকর্ড ১৪০ কোটি রুপি দিয়ে। তবে নিরাশ হতে হয়নি পরিবেশকদের। প্রথম সপ্তাহেই তারা আয় করে নিয়েছেন ১৪৫ কোটি রুপি। বাহুবলি-দ্য বিগিনিং সিনেমাটির হিন্দি সংস্করণ প্রযোজনা করেছে করন জোহরের সংস্থা ধর্ম প্রোডাকশনস। ভারতীয় পুরাণের ওপর তৈরি হয়েছে সিনেমাটির চিত্রনাট্য। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ভারতের দক্ষিণি সিনেমার তারকা প্রভাস, রানা দাগ্গুবাতি, আনুশকা শেঠি, তামান্নাসহ অনেকে। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top