ফের অনশনে বসতে যাচ্ছেন আন্না হাজারে

S M Ashraful Azom
ফের অনশনে বসার ঘোষণা দিয়েছেন ভারতের গান্ধীবাদি সমাজকর্মী আন্না হাজারে। মোদি সরকারের ভূমি অধিগ্রহণ বিল ও এক র‌্যাঙ্ক এক পেনশন ইস্যুতে আগামী অক্টোবরের ২ তারিখ থেকে অনশনের হুমকি দিয়েছেন এই সমাজকর্মী।
অন্যান্যবারের মতো এবারও ভারতের রাজধানী দিল্লির রামলীলা ময়দানে অনশনে বসবেন আন্না।
এর আগে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি দেন আন্না হাজারে। চিঠিতে তিনি লেখেন, ‘আমাদের সৈনিক ও কৃষকদের দেখাশোনা করতে হবে। তাদের কল্যাণে লোক দেখানো ঘোষণা দেওয়া আর তা বাস্তবায়ন করা ভিন্ন বিষয়।’
সাবেক সরকারি চাকরিজীবী আন্না হাজারে ১৯৬৩ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। ১৫ বছরের সৈনিক জীবনে জুম্মু-কাশ্মীর, আসাম, সিকিম, ভুটান ও মিজোরামের মতো গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করেন তিনি।
দেশটির সরকারের ঘোষিত এক র‌্যাঙ্ক এক পেনশন পরিকল্পনা বাস্তবায়নের নির্দিষ্ট তারিখ চেয়ে ৫৫টি স্থানে বিক্ষোভ প্রদর্শন করছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা। সরকার এর আগে ওই প্রকল্পে ৮ হাজার ৩০০ কোটি রুপি বরাদ্দের ঘোষণা দিলেও কবে থেকে তা দেওয়া হবে তা উল্লেখ করেন নি।
এছাড়া কৃষকদের জমি দখলে অনুমোদিত ভূমি অধিগ্রহণ বিলের বিরোধিতা করে দেশজুড়ে বিক্ষোভ প্রদর্শন করছে কংগ্রেসসহ দেশটির বেশিরভাগ বিরোধী রাজনৈতিক দল।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top