হামলায় আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু

S M Ashraful Azom
হামলায় আহতের পাঁচদিন পর মারা গেছেন হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম (৪৫)।
বুধবার (১৫ জুলাই) রাতে নগরীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহিম মারা যান।
হাটহাজারী থানার ওসি মো.ইসমাইল জানান, ১০ জুলাই নাঙ্গলমোড়া ইউনিয়নে দলীয় একটি ইফতার মাহফিলের পর রাত ৮টার দিকে প্রতিপক্ষের ‍হামলার শিকার হন আব্দুর রহিম।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়।
বুধবার রাত ৮টার দিকে ওই ক্লিনিকে তিনি মারা যান।
ওসি বলেন, শুনেছি হামলায় আহত হওয়ায় তিনি মারা গেছেন। আবার কেউ কেউ বলছেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।
হামলার ঘটনায় থানায় একটি মামলা আছে বলে ওসি জানান।
আব্দুর রহিম হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বলে দলীয় সূত্রে জানা গেছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top