দীর্ঘ ২৫ বছর পর মিয়ানমারে সাধারণ
নির্বাচনের তারিখ ঘোষণা করা হচ্ছে। আগামী ৮ নভেম্বর নির্বাচনের সম্ভাব্য
তারিখ। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন বিবিসি। বুধবার
দিন শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তারিখ ঘোষণার ঘোষণা করা হবে।
দেশটিতে
সর্বশেষ ১৯৯০ সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এতে অং সান সু চির
নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ৬১ শতাংশ ভোট পেয়ে জয়লাভ
করেছিল। এনএলডির এই বিজয় অস্বীকার করে অভ্যুত্থান ঘটায় সামরিক বাহিনী।
গৃহবন্দি করা হয় সু চি কে। পরবর্তীতে ২০১০ সালে একটি নির্বাচন হলেও
নিষেধাজ্ঞার কারণে অংশ নিতে পারেনি এনএলডি।
পশ্চিমাদের
চাপের মুখে ২০১০ সালে মিয়ানমারে রাজনৈতিক সংস্কারে হাত দেয় সামরিক জান্তা।
তখন সামরিক জান্তা সেনা সমর্থিত বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর
করে। সে বছরই প্রায় ১৫ বছরের গৃহবন্দী দশা থেকে মুক্ত হন সু চি।
এবারের
নির্বাচনে ক্ষমতাসীন ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি
(ইউএসডিপি) ও এনএলডির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করা হচ্ছে। তবে
এনএলডি জয়ী হলেও বিদেশি নাগরিককে বিয়ে করার কারণে সু চি দেশটির শীর্ষ পদে
নিযুক্ত হতে পারবেন না।